শততম ওয়ানডে জয়ের হাতছানি বাংলাদেশের

ওয়ানডে ইতিহাসে নিজেদের শততম জয় হাতছানি দিচ্ছে বাংলাদেশকে। আফগানিস্তানের বিপক্ষে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার জিততে পারলেই ১০০ টি আন্তর্জাতিক ওয়ানডে জয়ের মাইলফলকে নিজেদের নাম লিখে ফেলতে পারবে বাংলাদেশ ক্রিকেট দল।
আফগানিস্তানের বিপক্ষে রোববার বাংলাদেশের সাত রানের জয়টা ছিল দেশের ক্রিকেট ইতিহাসের ৯৯ তম ওয়ানডে জয়। বুধবার সফরকারীদের হারাতে পারলেই ১০০ টি ওয়ানডে জয়ী দলের এলিট ক্লাবে ঢুকে যাবে মাশরাফি বিন মুর্তজার দল। টেস্ট খেলুড়ে বাকি দলগুলো আগেই এই ক্লাবে ঢুকে পড়েছে।
১৯৮৬ সালে ওয়ানডেতে অভিষেক পাওয়া বাংলাদেশ ৩১৩ ম্যাচে ৯৯ জয়ের বিপরীতে ২১০টি ম্যাচ হেরেছে। ফল আসেনি চারটি ম্যাচে। এর মধ্যে বাংলাদেশ সবচেয়ে বেশি জয় পেয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে; আফ্রিকান এই দলটির বিপক্ষে ৬৭ টি ম্যাচ খেলে বাংলাদেশ জিতেছে ৩৯ টিতে।
এর বাদে বাংলাদেশ আর কোনো দলের বিপক্ষেই দুই অংকের ঘরে জয় পায়নি। নিউজিল্যান্ড ও কেনিয়ার বিপক্ষে পেয়েছে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক আটটি করে জয়; ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে সাত বার।
ভারত ও আয়ারল্যান্ডকে পাঁচবার করে; পাকিস্তান, শ্রীলঙ্কা ও স্কটল্যান্ডকে চার বার করে; ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে তিন বার করে ওয়ানডেতে হারিয়েছে বাংলাদেশ। আফগানিস্তান ও বারমুডারকে বাংলাদেশ হারিয়েছে দু;বার করে। এছাড়া একটি করে জয় পেয়েছে অস্ট্রেলিয়া, কানাডা, হংকং, নেদারল্যান্ডস ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে।
জানিয়ে রাখা ভাল, ওয়ানডেতে সবচেয়ে বেশি জয়ের রেকর্ড অস্ট্রেলিয়ার। ৮৮২ টি ম্যাচ খেলে তারা জিতেছে ৫৪৬ টিতে। অন্যদিকে সবচেয়ে বেশি ওয়ানডে খেলেছে ভারত। ৮৯৯ টি ম্যাচ খেলে তারা জিতেছে ৪৫৪ টিতে। মজার ব্যাপার হল, চিরপ্রতিদ্বন্দীদের সমান সংখ্যক ম্যাচ জিতেছে পাকিস্তানও। তবে, তারা ম্যাচ খেলেছে ৮৬৩ টি।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন