শত্রুর খুঁজে অভিনেত্রী রুনা খান

অভিনয়ের জন্য কী না করতে হয় শিল্পীদের। সম্প্রতি একটি নাটকের চরিত্রে রূপদান করতে গিয়ে রামদা হাতে শত্রুকে তাড়া করেছেন অভিনেত্রী রুনা খান।
জানা গেছে নাটকের নাম ‘জলছবি’। এটি লিখেছেন ও পরিচালনা করেছেন অঞ্জন আইচ। সম্প্রতি পূবাইল ও মাওয়া ঘাটে নাটকটির চিত্রায়ন হয়েছে।
এই নাটকের চরিত্র প্রসঙ্গে রুনা বলেন, ‘এখানে আমাকে দেখা যাবে প্রতিবাদী নারীর চরিত্রে। ভাগ্যের শিকার হয়ে এই নারী প্রতিবাদী হয়ে উঠে।’
তিনি আরো বলেন, ‘বরাবরই প্রতিবাদী চরিত্রে অভিনয় করতে ভালো লাগে। রোমাঞ্চকর একটা অনুভূতি জন্মে নিজের মধ্যে। এখানে দেখা যাবে বিয়ের পর স্বামী মেয়েটিকে বিক্রি করে দেয়। তখন নিজেকে বাঁচাতে মেয়েটি বিদ্রোহী হয়ে উঠে। পুরুষশাসিত এই সমাজে গল্পের মেয়েটির মতো অনেক মেয়েই রোজ রোজ বিপদের শিকার হচ্ছে।’
নির্মাতা অঞ্জন আইচ বলেন গল্পে দেখা যাবে, পরিবারহীন মেয়ে আশ্রয় নেন তার দুঃসম্পর্কের মামার বাড়িতে। মামা বৃদ্ধ হলেও নিজেকে তরুণ মনে করেন। একসময় তিনি ভাগ্নীকে উক্ত্যক্ত করতে থাকেন। কিন্তু পরিবারের সবাই বিষয়টি জেনে যাওয়ায় হঠাৎ এক লোকের সঙ্গে তাকে বিয়ে দেন মামা। শ্বশুরবাড়ি নিয়ে যাওয়ার নাম করে মেয়েটিকে বিক্রি করে দেয় তার স্বামী। বিভিন্ন লোকের হাতবদল হতে হতে সে বিপদ বুঝতে পারে। একসময় হয়ে ওঠে প্রতিবাদী।
‘জলছবি’তে আরও অভিনয় করেছেন আবুল হায়াত, ফারুক আহমেদ, টুটুল চৌধুরী প্রমুখ। নাটকটি একটি টিভি চ্যানেলে প্রচার হবে আসন্ন ঈদুল আজহায়।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন