শর্ত’ ৫৫৫ জন রোহিঙ্গা নিলেই ফিরবে নায়েক রাজ্জাক
ধরে নিয়ে যাওয়া বিজিবির নায়েক আবদুর রাজ্জাককে ফিরিয়ে দিতে শর্ত দিয়েছে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)। গতকাল সোমবার মিয়ানমার বিজিপি ২ নম্বর ব্যাটালিয়নের অধিনায়ক লে. থিন কো কো মোবাইল ফোনে বিজিবিকে এই শর্তের বিষয়টি জানিয়েছেন। শর্ত হল, সাগর থেকে আটক করা ৫৫৫ জন অভিবাসীকে ফেরত নিলে বিজিপি নায়েক রাজ্জাককে ফেরত দিবে।
বিজিবি’র টেকনাফ ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল-জাহিদ জানান, সোমবার বিজিপির ২ নম্বর ব্যাটালিয়নের অধিনায়ক লে. থিন কো কো’র সঙ্গে যোগাযোগ করা হয়। আলোচনায় নায়েক রাজ্জাককে ফিরিয়ে দেয়ার সিদ্ধান্ত জানায় বিজিপি। কিন্তু নায়েক রাজ্জাক-এর সাথে আরও ৫৫৫ জন মালয়েশিয়াগামী অভিবাসীকেও ফিরিয়ে আনতে হবে। ৫৫৫ জন অভিবাসীকে তারা রোহিঙ্গা উল্লেখ না করে বাংলাদেশি বলে দাবি করেছে। লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, রাজ্জাক এবং অভিবাসী ইস্যুটি সম্পূর্ণ ভিন্ন। ৫৫৫ জন অভিবাসীর মধ্যে কতজন বাংলাদেশি তা যাচাই-বাছাই করা একটি দীর্ঘ প্রক্রিয়ার বিষয়। অনেক সময়ের প্রয়োজন। আমরা রাজ্জাককে দ্রুত ফেরত চেয়েছি। অভিবাসী ফেরতের বিষয়টি যাচাই-বাছাইয়ের পর সুরাহার সিদ্ধান্ত বিজিপিকে জানানো হয়েছে। অভিবাসীদের তালিকা হাতে পেলে মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয়ের অনুমতি পেলে তাদের ফেরত আনা হবে। কিন্তু তার আগে নায়েক রাজ্জাককে ফেরত দিতে হবে।
বিজিবির স্থানীয় সূত্র জানায়, গত মে মাসে নায়েক আব্দুর রাজ্জাক নাফ নদীতে অভিযান চালিয়ে ৮০ হাজার ইয়াবাসহ মিয়ানমারের রাইক্যং এর এক চোরাকারবারীকে আটক করে। এরই মধ্যে ঐ এলাকায় বেশ কয়েকটি ইয়াবার চালান আটক করে নায়েক আব্দুর রাজ্জাক। বিজিবির এক পরিসংখ্যানে গত এক বছরে ঐ স্থানে শুধু রাজ্জাকের অভিযানে ১২ লাখ ইয়াবা উদ্ধার হয়েছে। এসব অভিযান নিয়ে মিয়ানমারের বিজিপি’র সঙ্গে চোরাকারবারীদের দূরত্ব সৃষ্টি হয়। চোরাকারবারীরা মিয়ানমারের বিজিপি’র সহায়তায় প্রকাশ্যে বাংলাদেশে ইয়াবার চালান প্রবেশ করায়।
স্থানীয় সূত্র দাবি করেছে, মিয়ানমারের রাখাইন প্রদেশের ব্যবসায়ীরা একদিনের পাস নিয়ে বাংলাদেশে প্রবেশ করে ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধ পন্থায় বিভিন্ন পণ্য মংদুতে নিয়ে যায়। এরকম একটি ঘটনার প্রতিবাদ করার সময় নাফ নদীতে নায়েক রাজ্জাকের সঙ্গে মিয়ানমারের এক নারী চোরাকারবারীর বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে বিজিপি হামলা চালিয়ে ঐ নারী চোরাকারবারীকে বিজিবির কাছ থেকে ছিনিয়ে নেয়। এ নিয়ে মিয়ানমার ইয়াবা চোরাকারবারীদের মাঝে ক্ষোভ রয়েছে নায়েক রাজ্জাকের ওপর। মিয়ানমারের ইয়াবা চোরাকারবারীরাই বিজিপিকে দিয়ে রাজ্জাককে অপহরণ করিয়েছে।
উল্লেখ্য, গত বুধবার সকালে নাফ নদীতে বাংলাদেশের জলসীমায় দুটি নৌকায় তল্লাশি চালায় টহলরত বিজিবি’র একটি দল। এ সময় মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনী (বিজিপি) পূর্বদিক থেকে একটি ট্রলারে করে এসে বিজিবির টহল দলের ওপর বেপরোয়া গুলিবর্ষণ করে। এতে বিজিবির সিপাহি বিপ্লব কুমার (২১) গুলিবিদ্ধ হন। এক পর্যায়ে আহত বিপ্লব কুমারকে নিয়ে বিজিবি দল নিরাপদ অবস্থানে চলে এলেও অপর সদস্য নায়েক আব্দুর রাজ্জাককে অপহরণ করে নিয়ে যায় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী।
নায়েক আব্দুর রাজ্জাককে যে কোন সময় ফিরিয়ে আনা হবে। এ ব্যাপারে পতাকা বৈঠক যে কোন সময় অনুষ্ঠিত হবে। গতকাল সচিবালয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। তিনি বলেন, মিয়ানমারের বিজিপির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। সহসাই এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। ঐ বৈঠকের মাধ্যমে নায়েক রাজ্জাককে ফেরত আনা হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
কুমির আতঙ্কে গড়াই নদীর তীরে রাখা হচ্ছে ছাগল-হাঁস
কুষ্টিয়ার গড়াই নদীতে একাধিক কুমিরের “অস্তিত্ব মিলেছে”। ফলে আতঙ্কে নদীতেবিস্তারিত পড়ুন
বিটকয়েনের দাম ১ লাখ ডলার ছাড়িয়েছে
ইতিহাসে প্রথমবারের মতো বিটকয়েনের দাম ১,০০,০০০ ডলার ছাড়িয়েছে। ডোনাল্ড ট্রাম্পবিস্তারিত পড়ুন
স্বরাষ্ট্র উপদেষ্টা: মিথ্যা তথ্য ছড়ানোর জন্য তাদের মুখেই চুনকালি পড়বে
বাংলাদেশের সার্বভৌমত্ব কোনো ধরনের হুমকির মধ্যে নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রবিস্তারিত পড়ুন