শাকিবকে নিয়ে টালিগঞ্জের পরিচালকদের অাগ্রহ
ঢাকার শীর্ষ নায়ক শাকিব খান ঢালিউড ছাড়িয়ে জিৎ-দেবদের সাথে প্রতিযোগিতা করতে টালিগঞ্জে নিজের নাম যুক্ত করেছেন। যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় করতে দেখা যাচ্ছে তাকে। আগামী ঈদকে লক্ষ করে এসকে মুভিজ ও জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মাণাধীন অবস্থায় রয়েছে শাকিবের ‘শিকারী’। ছবিটিতে শাকিবের বিপরীতে অভিনয় করছেন ওপারের জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী। এই ছবির শুটিং শেষ না হতেই তিনি আরো কয়েকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব খান।
এসকে মুভিজের সাথে যৌথভাবে নিজের প্রযোজনায় নাকি একসাথে তিনটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। যেগুলোর কাজ খুব শীঘ্রই শুরু হবে। শুধু এসকে মুভিজই নয়, ভারতের অন্যতম প্রভাবশালী প্রযোজনা প্রতিষ্ঠান ভেঙ্কটেশ ফিল্মসের সাথেও নাকি ঢালিউড কিং নাম লিখিয়েছেন। ভেঙ্কটেশের সাথে চলতি মাসের ১৭ তারিখ থেকেই নাকি একটি ছবির কাজ শুরু করতে যাচ্ছেন শাকিব।
টালিগঞ্জের পরিচালকরা শাকিব খান সম্পর্কে বলছেন, শাকিব অনেক ভাল কাজ করে। সেটা বাংলাদেশে। বাংলাদেশে শাকিবের যে জনপ্রিয়তা আছে সেটা এপারে তেমন কোনো মানুষ জানেন না। শাকিবকে সেভাবে ভারতের দর্শকরা চেনেন না। যৌথ প্রযোজনার ছবিতে কাজ করে শাকিবের জনপ্রিয়তা আরো বহুগুণে বেড়ে যাবে। আগে শাকিবের ছবির যদি ব্যবসা করতো এক কোটি টাকা এখন শাকিবের ছবি ব্যবসা করবে কয়েক কোটি টাকা।
একসাথে দু’দেশেই শাকিবকে দেখতে পাবে দর্শক। শাকিব আসছেন এদেশে। শাকিবের বিপরীতে এদেশের জনপ্রিয় নায়িকারা কাজ করবেন। এরইমধ্যে একটি ছবিতে আমার একটি ছবির নায়িকা শ্রাবন্তীকে দেখবে বাংলাদেশের দর্শক। দু’দেশের শিল্পীদেরই আরো বহুগুণে জনপ্রিয়তা বৃদ্ধি পাবে।
তবে শাকিবের ওপারে কাজ করায় ঢালিউডের পরিচালকরা কোটি কোটি টাকার লোকসানের সম্মুখীন হচ্ছেন। একাধিক ছবিতে চুক্তিবদ্ধ হওয়া বর্তমানে ঢাকাই একটি চলচ্চিত্রেও নিয়মিত শুটিং করছেন না তিনি। অন্যদিকে ঢাকাই চলচ্চিত্রে রয়েছে নায়িকা সংকট।
সবকিছু মিলিয়ে শাকিব খান এখন ওপার বাংলার চলচ্চিত্রের হাওয়ায় ভাসছেন। যেভাবে ভেসেছেন ঢাকাই চলচ্চিত্রের টপমোস্ট নায়িকা জয়া আহসান। বর্তমানে জয়া ওপার বাংলার দর্শকদের কাছে বেশ জনপ্রিয়। সম্প্রতি টেলিসিনে অ্যাওয়ার্ডে রাজকাহিনী ছবির জন্য সহঅভিনেত্রীর পুরস্কারটি জিতেছেন জয়া। বর্তমানে এ অভিনেত্রী টালিগঞ্জের বেশ কয়েকটি ছবি অভিনয় করছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন
বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
বলিউড অভিনেতা অজয় দেবগন এবং কাজলের কন্যা নাইসা দেবগন সেইবিস্তারিত পড়ুন