শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শাকিবের বিয়েতে নাচবেন অপু!

‘কেমিস্ট্রি’ অনুষ্ঠানের শুটিংয়ের সময় শাকিব খান ও অপু বিশ্বাসইদানীং শাকিব খান ও অপু বিশ্বাসকে নিয়ে নানা গুঞ্জন ভেসে বেড়াচ্ছে বাতাসে। অনেকে এমনও বলছেন— তাঁরা নাকি বিয়ের কাজটিও এরই মধ্যে সেরে ফেলেছেন! যদিও এ নিয়ে শাকিব ও অপু বলে আসছেন, তাঁরা দুজন শুধুই ‘ভালো বন্ধু’। এর বাইরে অন্য কিছু নাকি তাঁরা ভাবতেও চান না। ঈদ উপলক্ষে সম্প্রতি মাছরাঙা টিভিতে ‘কেমিস্ট্রি’ নামের এক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন তাঁরা। সে অনুষ্ঠানে ‘শাকিব খানের বিয়েতে নাচবেন’— এমন ইচ্ছের কথা জানিয়েছেন অপু বিশ্বাস।

অনুষ্ঠান-সংশ্লিষ্টদের বরাতে জানা গেছে, ‘পর্দায় নয়, বাস্তবেই শাকিব খানের বিয়ে নিয়ে রাজ্যের পরিকল্পনা করে রেখেছেন তাঁর পর্দা জুটি অপু বিশ্বাস। অপু বলেছেন, ‘শাকিবের বিয়েতে আমি নাচব। শুধু তাই নয়, ডালা-কুলা যাঁরা নেবেন, তাঁদের নেতৃত্ব দেব। অনেক মজা করব।’

বছর তিনেক আগে সঙ্গে এক আলাপে শাকিব খান জানিয়েছিলেন, বছর দু-একের মধ্যেই বিয়ে করবেন তিনি। সম্প্রতি ঈদের জন্য ধারণকৃত মাছরাঙা টেলিভিশনের কেমিস্ট্রি অনুষ্ঠানেও তাঁর মুখে শোনা গেছে সেই একই কথা! শাকিব খান জানিয়েছেন, দু বছরের আগে তাঁর বিয়ের কোনো পরিকল্পনা নেই। আর এদিকে অপু বিশ্বাস জানিয়েছেন, আগামী পাঁচ বছরের আগে তিনি বিয়ের কথা মাথায় আনতে চান না।

অনুষ্ঠানে শাকিব আরও বলেছেন, স্ত্রী হিসেবে অপু হবেন ‘রাফ অ্যান্ড টাফ’। ‘কেমিস্ট্রি’ অনুষ্ঠানে এ দুজনের সম্পর্কের কেমিস্ট্রি বা রসায়নও ছিল উষ্ণ আর আন্তরিক। অনুষ্ঠানে কথার ফাঁকে শাকিবকে একটা ব্যাপারে মজার এক অনুরোধ করেন অপু। অপু বলেন, শাকিবের কাছে তাঁর চাওয়া হচ্ছে— শাকিব যেন অন্য নায়িকাদের থেকে তাঁকে একটু হলেও ‘আলাদা’ করে দেখেন। এই ‘আলাদা’ বিষয়টি নিয়ে আহ্লাদিত অপু বলেন, শাকিব সবাইকেই ‘ম্যাডাম’ বলে ডাকে। আমাকেও তাই। আমি আলাদা হলাম কি করে?

আর অপুর বিষয় নিয়ে শাকিব খান জানান, এখন পর্যন্ত কোনো দিনই নাকি অপুকে জন্মদিনের শুভেচ্ছা জানাননি তিনি। জন্মদিনের উপহারও দেওয়া হয়নি তাঁকে। ঢাকাই চলচ্চিত্রের হালের সফল জুটি শাকিব খান ও অপু বিশ্বাস মাছরাঙা টেলিভিশনের বিশেষ ঈদ আয়োজন কেমিস্ট্রি’তে উপস্থাপিকা মুনমুনের সঙ্গে এক মজার আড্ডায় কথাচ্ছলে এসব জানান।
রুম্মান রশীদ খানের গ্রন্থনা ও সাইফুল ইসলামের প্রযোজনায় কেমিস্ট্রি প্রচারিত হবে ঈদের পরদিন সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা

শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন

শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে

আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন

আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?

গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন

  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত
  • এবার পরিবারের পছন্দে বিয়ের পিঁড়িতে বসছেন শাকিব খান
  • বুবলী আগে থেকেই বিবাহিত, সেখানে একটি মেয়েও আছে: সুরুজ বাঙালি
  • এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা
  • অভিনেতা ওয়ালিউল হক রুমি মারা গেছেন
  • এক রোমাঞ্চকর অসমাপ্ত ভ্রমণ গল্প
  • পরীমণিকে আদালতে হাজির হতে সমন
  • শাকিব ছাড়া দ্বিতীয় কোনো পুরুষের জায়গা নেই: বুবলী
  • সিনেমা মুক্তি দিতে হল না পেয়ে কান্নায় ভেঙে পড়লেন নায়ক
  • বিশাখাপত্তনমে কয়েকদিন