শাহরুখকে নিয়ে আজে বাজে বকা বন্ধ করুন : অনুপম খের

শাহরুখ খানকে জাতীয় আইকন বলে সার্টিফিকেট দিয়ে তাঁর সম্পর্কে বিজেপির কিছু নেতা-নেত্রীর আক্রমণাত্মক মন্তব্যের তীব্র প্রতিবাদ জানালেন অনুপম খের।
টুইটারে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ছবির সহ-অভিনেতাকে সমর্থন জানিয়েছেন খের। স্বাধ্বী প্রাচী, কৈলাস বিজয়বর্গীয়, মহন্ত আদিত্যনাথ প্রমুখ বিজেপি নেতা-নেত্রীরা শাহরুখের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন।
ভারতে ‘চরম অসহিষ্ণুতা’র পরিবেশ রয়েছে বলে ৫০-তম জন্মদিনে সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাত্কারে ক্ষোভ জানানোয় শাহরুখকে গতকাল ‘পাকিস্তানের এজেন্ট’ তকমা দেন প্রাচী। বিজয়বর্গীয় টুইট করে কিং খানকে ‘জাতীয়তা-বিরোধী’ বলে আক্রমণ করেন। এও বলেন, ভারতে থাকলে কী হবে, শাহরুখের মন কিন্তু পড়ে আছে পাকিস্তানে! যদিও তীব্র সমালোচনার মুখে আজ সেই মন্তব্য ফিরিয়ে নেন তিনি। কিন্তু বাকিদের ছাপিয়ে আদিত্যনাথ আজ শাহরুখকে প্রায় হুঁশিয়ারি দেন, এ দেশের বিপুল জনতা তাঁর ছবি বয়কট করলে তাঁকে কিন্তু একজন ‘সাধারণ মুসলিম’ হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে হবে! শুধু তা-ই নয়, শাহরুখকে পাকিস্তানেও চলে যেতে বলেছেন গোরখপুরের এমপি।
জবাবে খের লিখেছেন, বিজেপির কিছু নেতার সত্যিই মুখের লাগাম টেনে @আইএমশাহরুখ সম্পর্কে আজেবাজে কথা বলা বন্ধ করা উচিত। শাহরুখ জাতীয় নায়ক। আমরা ওঁকে নিয়ে গর্বিত।
বিজেপিকে নিঃসন্দেহে অস্বস্তিতে ফেলতে চলেছে তাঁর এই মন্তব্য। কেননা তিনি বিজেপি শিবিরের লোক বলে পরিচিত। তাঁর স্ত্রী কিরণ খের বিজেপির টিকিটে এমপি হয়েছেন। শুধু তা-ই নয়, অসহিষ্ণুতা ইস্যুতে শিল্পী, সাহিত্যিক, চলচ্চিত্র পরিচালকদের পুরস্কার ফেরানোয় যে তাঁর সমর্থন নেই, তাও ইতিমধ্যেই জানিয়েছেন এই প্রবীণ অভিনেতা।
– সূত্র : এবিপি
এই সংক্রান্ত আরো সংবাদ

এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
রাজধানী ঢাকার সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ হত্যাচেষ্টারবিস্তারিত পড়ুন

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন