শাহরুখের ‘পলট’ ডায়লগে আমিরি বিজ্ঞাপন (ভিডিও)
সিমরন যদি তাকে ভালবাসে তবে পিছু ফিরে দেখবেই দেখবে৷ রাজ নিজেই নিজেকে বলছে সে কথা৷ আর মৃদু উচ্চারণ করছে ‘পলট’৷ ‘ডিডিএলজে’ ছবির সেই দৃশ্যটি মনে আছে? সেই আইকনিক সংলাপ এবার ফিরল আমিরের মুখে? হ্যাঁ, অবাক লাগলেও সত্যি৷ এক বিজ্ঞাপনে শাহরুখের এই ‘পলট’ সংলাপই বললেন আমির৷
আনলাইন শপিং সাইট স্ন্যাপডিলের এক বিজ্ঞাপনে দেখা গেল এ মজার দৃশ্য৷ সেখানে বেশ কয়েকজন বন্ধুদের সঙ্গে দাঁড়িয়ে আছেন আমির৷ আর ঘুরিয়ে ফিরিয়ে যা বলছেন তা হল শাহরুখের ছবির সেই ‘পলট’ মার্কা সংলাপ৷ কিন্তু বলছেন যাকে, তা আসলে একটি ম্যানিকুইন৷ অতএব পিছু ফিরে দেখার প্রশ্নই নেই৷
আর এখানেই রয়েছে মজা৷ বলিউডের বক্স অফিসে শাহরুখ-আমির প্রতিদ্বন্দ্বিতাকে খুব সুন্দর করে এখানে কাজে লাগিয়েছেন বিজ্ঞাপন নির্মাতা৷ কেননা, আমির হাসতে হাসতে বলছেন, কী এমন ব্যাপার যে শাহরুখের সংলাপ কোনও কাজই করছে না৷ যে কারণে বিজ্ঞাপন তাইই যে আসল কারণ, তাইই উঠে আসবে বিজ্ঞাপনের পরবর্তী অংশে৷
শাহরুখ-আমিরের প্রতিদ্বন্দ্বিতা ও বন্ধুত্বকে চমৎকারভাবে এই কয়েক সেকেন্ডে তুলে আনা হয়েছে৷ একদিকে যেমন শাহরুখের সংলাপ কাজ করল না, তেমনই আমিরই বলে দিলেন, কী এমন বিষয় যে শাহরুখের সংলাপও কাজ করে না-এমন সুন্দর মিশেলেই অন্য মাত্রা পেয়েছে বিজ্ঞাপনটি৷
দেখে নিন সেই ভিডিওটি:
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন