শাহরুখ খানের বিখ্যাত ডায়ালগ ‘ভেঙালেন’ আমির খান !
বলিউডে শাহরুখ খান ও আমির খানকে একে অপরের প্রতিদ্বন্দ্বী মনে করা হয়। কিন্তু মনে হয় এই বিষয়টি তারা খুব একটা মনে করেন না। কেননা, আমির খানের মুখে শাহরুখ খানের ছবির সংলাপ শোনা গেছে।
এ বার এক্কেবারে সরাসরি! কোনও রকম রাখ-ঢাক ছাড়াই শাহরুখকে ঠুকলেন আমির খান! সামনেই আসছে শাহরুখ খানের জন্মদিন! আর, সেই উপলক্ষে বলিউডের বাদশাকে উদ্দেশ্য করে ছড়া কাটলেন আমির খান! কোনও রকম রাখ-ঢাক ছাড়াই শাহরুখকে ঠুকলেন আমির খান! না কি ঠিক তাও নয়? আসলে কি শাহরুখ খান আর ‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’-কে শ্রদ্ধাই জানালেন আমির? সেই যে ইউরোপ ঘুরে বাড়ি ফেরার সময়ে রাজ সিমরনকে মজা করে বলেছিল, ‘পলট’; সেই শব্দটাকেই ব্যঙ্গ করে বলেছেন আমির! শাহরুখ-কাজলের ইতিহাস সৃষ্টি করা এ ছবির অনুপ্রেরণায় তৈরি হচ্ছে একই জুটির নতুন ছবি ‘দিলওয়ালে’। তাই আগের ছবির সংলাপটা ব্যঙ্গ হলেও হয়তো বেশ কাজে দেবে শাহরুখের।
আমিরের ব্যঙ্গের সেই নমুনা এখন দেখতে দেখতে ছড়িয়ে পড়েছে ছোটপর্দার বিজ্ঞাপনে! আমির অবশ্য বলবেন, ব্যাপারটা নেহাতই কাকতালীয়!
বিজ্ঞাপনে দেখা গেছে, “দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে”-র একটি বিখ্যাত ডায়লগ বলছেন আমির। তিনি বলছেন, “খড়ে রহে হম, ও পলটি নেহি। খড়ে রহে হম, ও পলটি নেহি। হমনে কাহা পলট পলট পলট, ও পলটি নেহি। অ্যায়সা ভি ক্যায়া হ্যায় উনকে ফোন মে, কি শাহরুখ কি ইয়ে লাইন উনপে চলতি নেহি ?”.
ডিডিএলজে সিনেমায় কাজল তাঁকে ভালবাসেন কি না পরীক্ষার জন্য শাহরুখ বলেছিলেন, যদি কাজল তাকে ভালবাসে তাহলে পিছনে ফিরে তাকাবে। সেখান থেকে তৈরি হয় ‘পালাট’ডায়লগের। আমিরও এক সংস্থার প্রচারে গিয়ে মজা করে এক মহিলাকে উদ্দেশ্য করে বলেন ‘পালাট’। তাও আবার শাহরুখ খানের স্টাইলে। তবে ‘পালাট’চ্যালেঞ্জে শেষ অবধি জিততে পারেননি আমির।
দঙ্গলের শ্যুটিংয়ে সিরিয়াস আমিরের এমন ঠাট্টাকে অনেকে বলছেন, অম্ল মধুর সম্পর্কের শাহরুখকে নাকি তিনি ভেঙিয়েছেন। ব্যাপরটা যখন দুই বড় খানের তখন তো এসব প্রসঙ্গ আসবেই।
এই সংক্রান্ত আরো সংবাদ
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন
বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
বলিউড অভিনেতা অজয় দেবগন এবং কাজলের কন্যা নাইসা দেবগন সেইবিস্তারিত পড়ুন