শিখর ধাওয়ান সম্পর্কে এই ১২টি তথ্য !

আসন্ন বিশ্বকাপে ভারতের সাফল্য অনেকটাই নির্ভর করবে এক জাঠ যুবকের হাতে। এঁর কব্জির জোর আর সুঠাম চেহারা দেখলেই চোখ টানে। সঙ্গে সেই গোঁফ। এহেন শিখর ধাওয়ানের সম্পর্কে রইল কয়েকটি তথ্য।
১. শিখর ধাওয়ানের আগে জাতীয় দলে ঢুকে যান বিরাট কোহলি। অথচ, ঘরোয়া ক্রিকেটে ক্রমাগত ভাল পারফর্ম্যান্সের পরেও শিখর দীর্ঘদিন জাতীয় দলে ব্রাত্য ছিলেন। একসময়ে খেলা ছেড়ে দেওয়ার কথাও ভেবেছিলেন।
২. যে বছর অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলেছিলেন, সে বছর তিনিই ছিলেন ম্যান অফ দ্য সিরিজ। ২০০৩-০৪ সালে সেই বিশ্বকাপে তিনটি শতরান-সহ মোট ৫০৫ রান করেছিলেন। গড় ৮৪.১৬।
৩. নিজের খেলা রোজ কাটাছেঁড়া করেন। এতটাই যে, সতীর্থরাও একেক সময়ে বিরক্ত হয়ে যান।
৪. শিখর ধাওয়ানের স্ত্রী কিন্তু বাঙালি। নাম আয়েষা মুখোপাধ্যায়। তবে বাড়ি অস্ট্রেলিয়ায়।
৫. শিখর নিজে দিল্লির ছেলে। কার জায়গায় জাতীয় দলে ঢুকেছিলেন মনে আছে? বীরেন্দ্র সহবাগ। দিল্লির আর এক বিস্ফোরণ।
৬. রঞ্জি ট্রফিতে বেশ নজরকাড়া সাফল্য রয়েছে শিখরের।
৭. শিখর ধাওয়ান কী হিসেবে খেলা শুরু করেছিলেন জানেন? উইকেটকিপার!
৮. প্রথম একদিনের আন্তর্জাতিকে কত রান করেছিলেন শিখর? ০! দ্বিতীয় বলেই প্যাভিলিয়নের পথ ধরেছিলেন।
৯. টেস্ট অভিষেকে কত করেছিলেন? ১৮৭!
১০. ধাওয়ান হলেন ট্যাটু-পাগল। প্রথম ট্যাটু করেছিলেন ১৫ বছর বয়সে।
১১. সুফি গান হল শিখরের প্রিয়। শিল্পী হিসেবে নুসরত ফতে আলি খান এবং ওয়াদালি ভাইয়েরা হলেন তাঁর প্রাণের মানুষ।
১২. স্ত্রী আয়েষার সঙ্গে শিখর ধাওয়ানের পরিচয় কে করিয়ে দিয়েছিলেন জানেন? হরভজন সিংহ।
এই সংক্রান্ত আরো সংবাদ

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন

আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার
ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের আজীবন সম্মাননা পেলেন ব্যাটিং কিংবদন্তি শচীনবিস্তারিত পড়ুন