শনিবার, জুলাই ২৭, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

শিগগিরই ফিরছেন রুবেল-তাসকিন

পেসার আর ইনজুরি এই ‍দুটি সমার্থক শব্দ; চাইলে অভিধানে যোগ করে দেওয়া যেতে পারে। বাংলাদেশের পেসাররা একটু বেশিই যেন ইনজুরি আক্রান্ত হন। সর্বশেষ ইনজুরির সঙ্গে লড়ছেন জাতীয় দলের পেসার রুবেল হোসেন ও তাসকিন আহমেদ। তবে আশার কথা ২ জন খুব শিগগিরই মাঠে ফিরছেন।

সাইড স্ট্রেইন সমস্যার কারণে ‘এ’ দলের ভারত সফরের মাঝপথে দেশে ফিরিয়ে আনা হয় তাসকিনকে। আর রুবেল ভুগছেন পায়ের মাংসপেশীর ইনজুরিতে। আগামী ২-৩ সপ্তাহের মধ্যে ২ জনই ইনজুরি কাটিয়ে সেরে উঠবেন বলে আশা প্রকাশ করেছেন জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম খান।

দুই পেসারের ইনজুরি প্রসঙ্গে রবিবার মিরপুরে তিনি বলেছেন, ‘পায়ের মাংসপেশীর সমস্যায় ভুগছেন রুবেল। দ্বিতীয় গ্রেডের এ সমস্যা থেকে সেরে উঠতে সাধারণত ৪-৬ সপ্তাহ সময় লাগে। এর মধ্যেই রুবেল ৩ সপ্তাহ কাটিয়ে ফেলেছেন। তার অবস্থার বেশ উন্নতি হয়েছে। এর মধ্যে রানিংও শুরু করে দিয়েছে। জিম্বাবুয়ে সিরিজের আগেই আশা করি রুবেল ফিট হয়ে যাবে। তবে তাসকিনকে হয়তো আরও একটু অপেক্ষা করতে হবে।’

কিছুদিন যাবত রানিং করছেন রুবেল। তিনি নিজের সুস্থতা নিয়ে আশাবাদী। এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘ইনজুরি কাটিয়ে দলে ফেরার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি। ফিজিও যেভাবে পরিকল্পনা করে দিয়েছে, সেভাবে কাজ করছি। জিম্বাবুয়ে সিরিজে খেলতে পারব কিনা জানি না। এখনো কিছুটা ব্যথা আছে। তবে চেষ্টা করছি। দ্রুত সেরে উঠতে যা যা করা দরকার সবই করছি।’

রুবেল জিম্বাবুয়ে সিরিজ নিয়ে আশাবাদী থাকলেও তাসকিন তাকিয়ে আছেন বিপিএলের দিকে। দেশের সবচেয়ে আলোচিত এই ঘরোয়া আসরের আগে নিজেকে ফিট করতে চান তাসকিন। ফিট হয়ে যদি সম্ভব হয় তবে জিম্বাবুয়ের বিপক্ষে টোয়েন্টি২০ ম্যাচও খেলতে চান তিনি।

তাসকিন বলেছেন, ‘ইনজুরির কারণে শেষ আন্তর্জাতিক সিরিজটি খেলতে পারিনি। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটি খেলতে না পারলেও সেটা আমার জন্য দুঃখজনক হবে। তবে এই ২টি সিরিজই নিশ্চয়ই জীবনের সবকিছু না। একজন পেসারের জন্য সুস্থ হয়ে উঠাটাই গুরুত্বপূর্ণ। আমি সেদিকেই নজর দিচ্ছি।’

মঙ্গলবার বোলিং শুরু করবেন দ্রুতগতির এই পেসার। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘পরশু (মঙ্গলবার) থেকে বোলিং শুরু হবে। বোলিং শুরু করার পর আস্তে আস্তে বোলিংয়ের শক্তি বাড়বে। আর এটা যতো বাড়বে কাজের পরিধিও উঁচুতে যাবে।’

এই সংক্রান্ত আরো সংবাদ

মুস্তাফিজের প্রশংসায় পঞ্চমুখ ওয়াসিম আকরাম

টি-টোয়েন্টি ক্রিকেটে দুর্দান্ত বোলার মুস্তাফিজুর রহমান। কাটার, স্লোয়ারে প্রতিপক্ষের ব্যাটারদেরবিস্তারিত পড়ুন

দিয়াগো কস্তার বীরত্বে কোয়ার্টার ফাইনালে উঠল পর্তুগাল

অতিরিক্ত সময়ে পেনাল্টি পেয়েও ব্যর্থ হন দলের সেরা তারকা ক্রিস্তিয়ানোবিস্তারিত পড়ুন

শান্তর অধিনায়কত্ব নিয়ে বিসিবি যা ভাবছে

চলতি বছরের ফেব্রুয়ারিতে সব ফরম্যাটের জন্য বাংলাদেশ দলের নেতৃত্ব পানবিস্তারিত পড়ুন

  • চিলিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা
  • প্রথমবার বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা
  • অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিতে আফগানিস্তান
  • সেমিফাইনাল নিশ্চিতের মিশনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে ইংল্যান্ড
  • আবারও বৃষ্টিতে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
  • বৃষ্টির পর অস্ট্রেলিয়া শিবিরে রিশাদের জোড়া আঘাত
  • টি-টোয়েন্টি বিশ্বকাপে ছক্কা হাঁকানোর তালিকায় সেরা দশে হৃদয়
  • টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটএ বাংলাদেশের ম্যাচ
  • আফগানিস্তানকে বিশাল ব্যবধানে হারালো ওয়েষ্ট ইন্ডিজ
  • নেপালকে হারিয়ে সুপার এইটে বাংলাদেশ
  • অস্ট্রেলিয়ার জয়ে ইংল্যান্ড সুপার এইটে
  • বিশ্বকাপে একমাত্র ক্রিকেটার হিসেবে যে রেকর্ড গড়লেন সাকিব