শিরোপা জিতে স্যামি একি বললেন !

ঐতিহ্যবাহী ইডেন গার্ডেনে ইংল্যান্ডের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ষষ্ঠ আসরের শিরোপা ঘরে তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। একই দিনে, একই মাঠে শিরোপা জিতেছে ক্যারিবীয় নারী ক্রিকেট দল। শিরোপা জিতে বোর্ডের প্রতি খেলোয়াড়রা সাধারণত কৃতজ্ঞতা প্রকাশ করে। কিন্তু স্যামি-স্যামুয়েলস-গেইলদের কণ্ঠে ক্ষোভের সুর। টুর্নামেন্ট শুরুর আগে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটবোর্ড থেকে পর্যাপ্ত সহায়তা পায়নি ক্রিকেট দল। তাই শিরোপা জয়ের পর বোর্ডের কড়া সমালোচনা করেছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ড্যারেন স্যামি।
ইংল্যান্ডের বিপক্ষে হাই-ভোল্টেজ ম্যাচে ৪ উইকেটে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। ট্রফি হাতে নেওয়ার আগে অনুভূতি ব্যক্ত করে স্যামি বলেন, ‘কেউ আমাদেরকে একটি সুযোগও দেয়নি। আমাদের বেশ কিছু ইস্যু ছিল। আমাদের বোর্ডের আচরণে আমরা অসম্মানিত বোধ করেছিলাম। তবে সেই অপমানই আজ আমাদের ভালো করতে সহায়তা করেছে।’
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ও ধারাভাষ্যকার মার্ক নিকোলাস এক কলামে লিখেছিলেন, আমার মনে হয়, ক্যারিবীয়ানদের বুদ্ধির অভাব আছে, যাকে বলে শর্ট অব ব্রেইন। সেটি উল্লেখ করে স্যামি বলেন, ‘এই টুর্নামেন্টে আমরা ঠিকমতো খেলতে পারবো কিনা সেটা নিয়ে অনেকের সন্দেহ ছিল। মার্ক নিকোলাস আমাদেরকে ব্রেইনলেস দল বলে আখ্যায়িত করেছিলেন। আমাদের বোর্ডের কাছ থেকেও এমন সমালোচনা শুনতে হয়। এটি সত্যিই খুব হতাশার। তবে মনে হয় আজ আমরা সবার জবাব দিতে পেরেছি।’
এই সংক্রান্ত আরো সংবাদ

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন

আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার
ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের আজীবন সম্মাননা পেলেন ব্যাটিং কিংবদন্তি শচীনবিস্তারিত পড়ুন