শিশু রাজন হত্যা : আদালতে কামরুল
শিশু সামিউল আলম রাজন হত্যাকাণ্ডের মূল হোতা কামরুল ইসলামকে সিলেট আদালতে নেওয়া হয়েছে। সকাল ১১ টার দিকে সিলেট মহানগর দায়রা জজ আদালতে তাকে হাজির করা হয়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. রহমত উল্লাহ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে গতকাল বিকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কামরুলসহ তিন পুলিশ কর্মকর্তা ঢাকায় এসে পৌঁছান।
বিমানবন্দরে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এসপি রাশেদুল ইসলাম খান জানিয়েছেন জানান, বেলা তিনটার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
কামরুল ইসলামকে আনতে সোমবার রিয়াদে যান পুলিশ সদর দফতরের অতিরিক্ত সুপার মাহাবুবুল করিম, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ রহমত উল্লাহ এবং সহকারী পুলিশ কমিশনার এএফএফ নেজাম উদ্দিন। সেখানে কামরুল সৌদি আরবের পুলিশের হেফাজতে ছিলেন।
উল্লেখ্য, গত ৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে চুরির অভিযোগ তুলে খুঁটিতে বেঁধে শিশু রাজনকে পিটিয়ে হত্যা করা হয়। এরপর কামরুল সৌদি আরব চলে যান। রাজনকে নির্যাতনের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে সৌদি আরবের বাঙালি প্রবাসীরা কামরুলকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন

সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
নিজস্ব সংবাদদাতা: শীর্ষস্থানীয় জঙ্গিবাদী সংগঠন জামাতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এরবিস্তারিত পড়ুন

সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত
দ্বিতীয় দফার বন্যায় সিলেট অঞ্চলে সাত লক্ষাধিক মানুষ এখনও পানিবন্দি।বিস্তারিত পড়ুন