শুটিংয়ে পায়ের লিগামেন্ট ছিড়ে আহত মিশা সওদাগর

বর্তমান সময়ে বাংলা চলচ্চিত্রের খলনায়কদের কথা আসলেই যার কথা সবার আগে মনে আসে তিনি মিশা সওদাগর। ক্যারিয়ারের প্রায় প্রতিটা ছবিতেই তিনি মন্দ চরিত্রে হাজির হয়ে দর্শকের মন জয় করে নিয়েছেন সাবলীল অভিনয় দিয়ে। আর সেই প্রিয় অভিনেতার এ কি দশা! কষ্ট করে চিনতে পারলেও চোখ ছানাবড়া হয়ে যাবে নিশ্চিত।
কারণ এখন তার ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক, হাতের নখেও ম্যাচিং করা নেইল পলিশ, নাকে আবার নথ! পরনে বেগুনি রঙের ব্লেজার, হাতের মুঠোয় একই রঙের ফোন আর ববকাট বাদামি চুল। অঙ্গভঙ্গিতেও বৃহন্নলার ছাপ। না চিন্তিত হবার কিছু নেই। হিজড়া হয়ে যাননি মিশা। কেবল ‘মিসড কল’ ছবিতে চরিত্রের প্রয়োজনে এই সাজ নিতে হয়েছে এই অভিনেতাকে। আর ছবিতে একটি গানের দৃশ্যে অংশ নেয়ার সময় আহত হয়েছেন দেশীয় চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় এই খল অভিনেতা।
জানা গেছে, নাচের সময় হঠাৎ পায়ের লিগামেন্ট ছিঁড়ে মারাত্মক আহত হয়েছেন। বর্তমানে তিনি বাড়িতে পূর্ণ বিশ্রামে রয়েছেন।
‘মিসড কল’ ছবির পরিচালক সাফিউদ্দিন সাফি বলেন, ‘আমার এই ছবিটিতে মিশা ভাই একজন বৃহন্নলা (তৃতীয় লিঙ্গ) চরিত্রে অভিনয় করেছেন। এই ছবির খল অভিনেতাও তিনি। ছবিতে বেশ কয়েকজন বৃহন্নলাকে নিয়ে একটি গানে নাচবেন মিশা সওদাগর। সেই গানটিরই শুটিং চলছিলো বিএফডিসির এক নাম্বার ফ্লোরে। মাসুম বাবুলের কোরিওগ্রাফিতে মিশা সওদাগর ১৫ জন বৃহন্নলা নিয়ে গানটির শুটিং করেছেন। কাজ প্রায় শেষ হয়ে এসেছিলো। হঠাৎ করে পড়ে গিয়ে পায়ে ব্যাথা পান তিনি। পরে চিকিৎসকরা জানিয়েছেন তার পায়ের লিগামেন্ট ছিড়ে গেছে।’
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন