শ্যালা নদীতে নৌচলাচলে স্থায়ী নিষেধাজ্ঞা

সুন্দরবনের শ্যালা নদীতে দুই দফায় জাহাজডুবির পর স্থায়ীভাবে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে সরকার।
আজ বুধবার সচিবালয়ে নদী রক্ষাসংক্রান্ত টাস্কফোর্সের বৈঠক শেষে নৌমন্ত্রী শাজাহান খান সাংবাদিকদের এই তথ্য জানান।
মন্ত্রী বলেন, সুন্দরবনের শ্যালা নদীতে তেলবাহী ট্যাঙ্কার ও পরে কয়লাবাহী জাহাজ দুর্ঘটনায় পরিবেশগত কিছু হুমকির মতো দেখা দিয়েছে, এতে জাতিও উদ্বিগ্ন। ১২ ফুট গভীরতাসম্পন্ন জাহাজ মংলা-ঘষিয়াখালী চ্যানেল দিয়ে চলাচল করছে। তার চেয়ে বড় গভীরতার জাহাজ শ্যালা নদী দিয়ে চলত।
ভারত-বাংলাদেশ প্রোটকল রুটে ১২ ফুটের বেশি গভীরতার কয়েকটি জাহাজ আটকে আছে জানিয়ে শাজাহান খান বলেন, আজ বুধবারই সেগুলো শ্যালা নদী দিয়ে পাস করে দেয়া হবে। এরপর আর কোনো জাহাজ শ্যালা নদী দিয়ে চলাচল করবে না।
গত ১৯ মার্চ সুন্দরবনের শ্যালা নদীতে এক হাজার ২৩৫ টন কয়লা নিয়ে সি হর্স-১ নামে একটি কোস্টার ডুবে যায়।
২০১৪ সালের ৯ ডিসেম্বর এই নদীতে ওটি সাউদার্ন স্টার-৭ নামে একটি ওয়েল ট্যাঙ্কার ডুবলে সুন্দরবনের এই নৌপথটিতে যান চলাচল বন্ধ করতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশবাদী সংগঠন দাবি জানিয়ে আসছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ফারুকী: আমরা মব জাস্টিসে বিশ্বাস করি না
সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী বলেছেন, “আমরা কোনো ধরনেরবিস্তারিত পড়ুন

কুষ্টিয়ায় মাংসের বদলে ঝোল দেওয়ায় সংঘর্ষ, আহত ৪
কুষ্টিয়ার কুমারখালীতে খতনার দাওয়াতে মাংসের বদলে বারবার ঝোল দেওয়া নিয়েবিস্তারিত পড়ুন

উপদেষ্টা: অন্তর্বর্তী সরকার বিশ্বব্যাপী বিপুল সমর্থন পেয়েছে
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, “গত ছয় মাসে বাংলাদেশবিস্তারিত পড়ুন