শ্রীদেবীর মেয়ের অন্তরঙ্গের গোপন ছবি ফাঁস!

শ্রীদেবীর মেয়ে জাহ্নবী সিনেমায় নামবেন কি না, তা নিয়ে গুঞ্জন দীর্ঘদিনের। তবে তাঁর সৌন্দর্যে ইতিমধ্যেই মুগ্ধ অনেকে। ইন্টারনেটে তাঁকে নিয়ে নানা খবরও শোনা যায়। এ বার অবশ্য সম্পূর্ণ ভিন্ন কারণে। যে গুঞ্জন এত দিন সীমাবদ্ধ থাকত জাহ্নবী সিনেমায় কবে নামবেন তা নিয়ে, এ বার তা-ই ঘুরে গেল তাঁর ব্যক্তিগত জীবনের দিকে। এক তরুণের সঙ্গে জাহ্নবীকে চুম্বনরত অবস্থায় দেখা গিয়েছে দাবি করে একটি ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। সেই ছবি ইতিমধ্যেই ভাইরাল। দেখে নিন নীচে।
জাহ্নবী বলে যাঁর ছবি চতুর্দিকে ছড়িয়েছে, তিনি আদৌ জাহ্নবী কি না, তা নিয়ে সংশয়ের অবকাশ রয়েছে। সঙ্গে যাঁকে দেখা যাচ্ছে, তাঁর নাম নাকি শিখর পাহাড়িয়া। ইনিই শোনা যাচ্ছে জাহ্নবীর বয়ফ্রেন্ড।
এই শিখর পাহাড়িয়ার দাদা বীর পাহাড়িয়ার নাম দিনকয়েক আগে শিরোনামে আসে। সইফ আলি খানের মেয়ে সারা-র সঙ্গে বীর ডেটিং করছেন বলে শোনা যাচ্ছে। ফেরা যাক জাহ্নবীর কথায়। শ্রীদেবীর মেয়ের কাছে ইতিমধ্যেই দক্ষিণী ছবির বড় অফার ছিল।
মহেশবাবুর মতো স্টারের সঙ্গে কাজের সুযোগ এসেছিল তাঁর কাছে। সেই ছবির পরিচালক সুরুগাডোস, যিনি ‘‘গজনি’’-র মতো ছবি পরিচালনা করেছেন। অথচ, জাহ্নবী সেই অফার ফিরিয়ে দিয়েছেন। কর্ণ জোহরের ‘‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২’’-তে তাঁকে দেখা যেতে পারে বলে শোনা যাচ্ছে। সুত্র-এবেলা
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন