শ্রেষ্ঠ ফ্যাশনেবল চলচ্চিত্র ২০১৫…..মোহময়ী পোশাকে আকর্ষন এড়ানো অসম্ভব
বছর শেষ হতে এখনও বাকি কয়েকটা মাস, তার আগেই ফ্যাশন বোদ্ধারা নির্বাচনে নেমে গেছেন। ফ্যাশন নিয়ে নয়- তবুও ২০১৫ সালের শ্রেষ্ঠ ফ্যশনেবল ছবির তকমা জুড়ে গেছে ‘দ্য ম্যান ফ্রম ইউএনসিএলই’ ছবিতে। ফ্যাশন বোদ্ধারা এই ছবিটিকেই শ্রেষ্ঠ ফ্যাশনেবল চলচ্চিত্র বলে নির্বাচন করেছেন।
১৪ আগস্ট মুক্তি পেয়েছে অ্যাকশন থ্রিলার ছবি ‘দ্য ম্যান ফ্রম ইউএনসিএলই’। এজেন্ট ও স্পাই ভিত্তিক এ ছবিতে প্রাণ দিয়েছে খুনে কস্টিউম এবং মানানসই এক্সেসরিজ। অ্যালিসিয়া ভিকান্দার ও এলিজাবেথ ডিবেকি অভিনয় করেছেন প্রধাণ দুই নারী চরিত্রে। ষাট দশকের মোহময়ী পোশাকে তাদের আকর্ষন এড়ানো অসম্ভব বলে দাবি করছেন ফ্যাশন সংশ্লিষ্ট সকলে।
ষাটের দশকের প্রেক্ষাপটেই নির্মিত হয়েছে ছবিটি। ফ্যাশন ও কস্টিউম ডিজাইনার জোয়ানা জোনস্টোন জানিয়েছেন- সঠিক পোশাকের জন্য বেশ খাটতে হয়েছে তাকে। ১৯৬৭ ও ১৯৬৮- এই দুই বছর ফ্যাশন ইন্ডাস্ট্রির জন্য খুব গুরুত্বপূর্ণ- নানা ধরনের পরীক্ষা ও বিপ্লবের সূচনা হয়েছে এ সময়ে। আর তাই পোশাক, ফ্যাশন ও আবেদনময় আকর্ষনে বেশ ভালােই খেলেছেন জোয়ানা।
এই সংক্রান্ত আরো সংবাদ
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন
বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
বলিউড অভিনেতা অজয় দেবগন এবং কাজলের কন্যা নাইসা দেবগন সেইবিস্তারিত পড়ুন