সংসদে এবার ভাষণ দিতে চান দেব!
সুদূর আমাজন থেকে শুটিং সেরে কলকাতায় ফিরেই ব্যস্ত হয়ে পড়েছেন টলিউড অভিনেতা দেব। বর্ষাকালীন অধিবেশনে যোগ দিয়েছেন তিনি। লোকসভায় এই সংসদ সদস্যকে নির্ধারিত জায়গায় দেখা গেছে। তার বক্তব্য দেবার কথা রয়েছে বলে শোনা গেছে। খবর সংবাদ প্রতিদিনের।
সংসদ সদস্য হওয়ার পর দু’বছর হয়ে গেলেও এখনও বক্তব্য দেয়া শুরু করতে পারেননি দেব। তৃণমূলের দলীয় দফতরে টলিউডের ব্যস্ত এই চলচ্চিত্র তারকা দাবি, এবার তিনিও বলতে চান। ঘাটাল মাস্টার প্ল্যান থেকে শুরু করে তার সংসদীয় এলাকার কেন্দ্রীয় বিদ্যালয়ের ছাদ ভেঙে পড়া ইত্যাদি সব বিষয়েই তিনি বলবেন।
আর নিজের বক্তব্যের ব্যাপারে পরামর্শ চাইলেন লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় ও মুখ্যসচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে। তাদের পরামর্শ শুনে জানালেন, আগামী সপ্তাহেই তিনি লোকসভায় বলবেন। স্পিচ দেওয়ার জন্য সংসদে কয়েকদিন থাকতে হবে শুনে নাকি খানিকটা দমে গেছেন জনপ্রিয় তারকা দেব।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন