রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

সচিন-সৌরভরা পারেননি, এক বিশেষ রেকর্ড স্পর্শ করার স্বপ্ন দেখছেন হার্দিক

সাক্ষাৎকারে হার্দিক বলেছেন, ‘‘আন্তর্জাতিক ক্রিকেটার হওয়ার সুবাদে নিজেকে সমস্ত ধরনের পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য তৈরি রাখতে হয়। আমিও প্রথম টেস্টের আগে সেভাবেই নিজেকে প্রস্তুত করেছিলাম।’’

গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে তাঁর ৪৯ বলে ৫০ রানের ঝোড়ো ইনিংস দেখে বিস্মিত ক্রিকেটমহল। বিরাট কোহলির দলের ২৩ বছরের অলরাউন্ডার হার্দিক পাণ্ড্য অবশ্য তার মধ্যে নতুনত্ব খুঁজে পাচ্ছেন না। তিনি জানিয়ে দিচ্ছেন, জীবনের প্রথম টেস্টে এমনই স্মরণীয় ইনিংস খেলার প্রস্তুতি নিয়েছিলেন।

বোর্ডের ওয়েবসাইটে জাতীয় দলে সতীর্থ চেতেশ্বর পূজারাকে দেওয়া সাক্ষাৎকারে হার্দিক বলেছেন, ‘‘আন্তর্জাতিক ক্রিকেটার হওয়ার সুবাদে নিজেকে সমস্ত ধরনের পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য তৈরি রাখতে হয়। আমিও প্রথম টেস্টের আগে সেভাবেই নিজেকে প্রস্তুত করেছিলাম।’’ সেখানেই না থেমে মুম্বই ইন্ডিয়ান্স তারকা আরও বলেছেন, ‘‘আমি যখন ব্যাট করছিলাম, বারবার করে মনে হচ্ছিল খেলার স্টাইলটা একদিনের ক্রিকেটের মতো হয়ে যাচ্ছে। কিন্তু সেটাই আমার কাছে ছিল স্বচ্ছন্দের। ওই মুহূর্তটা উপভোগ করেছি।’’ যোগ করেছেন, ‘‘ফর্ম্যাট বদলের সঙ্গে নিজের মানসিকতাতেও দ্রুত পরিবর্তন নিয়ে ফেলতে হয়। আমি কিন্তু সহজাত স্কিলকে অক্ষুণ্ণ রেখেই আক্রমণাত্মক ক্রিকেট খেলার চেষ্টা করেছি।’’

হার্দিকের ব্যাটিং দেখে অনেকের স্মৃতিতে ফিরে আসছে ভারতীয় ক্রিকেটের আর এক আগ্রাসী ক্রিকেটারের ছায়া। তিনি যুবরাজ সিংহ। যিনি টি-টোয়েন্টি বিশ্বকাপে এক ওভারে ছয়টি ছয় মেরেছিলেন। সতীর্থ পূজারার প্রশ্ন ছিল, হার্দিকও কি তেমনই কোনও স্বপ্ন দেখেন? তিনি বলেছেন, ‘‘এক ওভারে টানা ছয়টি ছক্কা মারার বিষয়ে তেমনভাবে গুরুত্ব দিয়ে চিন্তাভাবনা করিনি।’’ আরও বলেছেন, ‘‘আমি টানা তিন বলে তিনটি ছক্কা মেরেছি। কিন্তু চার নম্বর বলে ছয় মারার ঝুঁকি নিইনি। কারণ পরিস্থিতির দাবি তেমন ছিল না।’’ তবে মনে মনে তিনিও যে যুবরাজের অনন্য কীর্তি স্পর্শ করতে চান, তার ইঙ্গিত হার্দিক দিয়ে রেখেছেন। তাঁর মন্তব্য, ‘‘কোনও একদিন যদি তেমন সুযোগ আসে, তবে অবশ্যই ছয় বলে ছয় ছক্কা মারার চেষ্টা করব। এই মুহূর্তে তা নিয়ে খুব বেশি মাথা ঘামাচ্ছি না।’’ তবে গল টেস্টে তাঁর দুর্দান্ত পুল শট নিয়েও আলোচনা শুরু হয়েছে। হার্দিক বলছেন, ‘‘আমি পুল শট মারা নিয়ে খুব বেশি চেষ্টা করিনি। যেটা হয়েছে, সেটা নিয়েই আমি খুশি।’’

তবে হার্দিকের মাথায় এখন থেকেই ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা মাটিতে এমনই ইনিংস খেলার ভাবনাচিন্তা ঘোরাফেরা করতে শুরু করেছে। তিনি বলেছেন, ‘‘দক্ষিণ আফ্রিকা সফর কিন্তু খুব সহজ হবে না। তাই এখন থেকেই নিজেকে আরও বেশি তৈরি করতে হবে।’’ অধিনায়ক বিরাট কোহলি তাঁকে ‘ভারতের বেন স্টোকস’ বলে চিহ্নিত করেছেন। হার্দিক তা নিয়ে বলেছেন, ‘‘আমার পছন্দের অলরাউন্ডার কিন্ত জাক কালিস। তিন নম্বরে নেমে সমস্ত ধরনের উইকেটে কালিস যেভাবে ব্যাট করেছেন, সেটা দেখেই আমি নিজেকে অনুপ্রাণিত করি।’’

এই সংক্রান্ত আরো সংবাদ

খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির

রাওয়ালপিণ্ডিতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে ব্যস্ত পাকিস্তানি ফাস্ট বোলার শাহিনবিস্তারিত পড়ুন

বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় দুর্গত মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যেবিস্তারিত পড়ুন

নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমেবিস্তারিত পড়ুন

  • আদালত প্রাঙ্গণে সাবেক বিচারপতি মানিককে ডিম-জুতা নিক্ষেপ
  • রাওয়ালপিন্ডি টেস্ট: ৯৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ
  • পুলিশের লুট হওয়া ১২৩৪টি অস্ত্র উদ্ধার
  • হাসপাতাল থেকে বাসায় পৌঁছলেন খালেদা জিয়া
  • বিএনপির শামা ওবায়েদ ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত
  • ইসির নিবন্ধন পেল এবি পার্টি, প্রতীক ঈগল
  • থানায় জিডি-মামলা নিতে দেরি করা যাবে না: পরিপত্র জারি
  • আন্দোলনে বিএনপির ১৯৮ কর্মী নিহত, জানালেন মহাসচিব
  • বিআরটিএ-তে সেবা নিতে গিয়ে যে অভিজ্ঞতা হলো অমিতাভ রেজার
  • চট্টগ্রামে হাসিনা-কাদেরসহ ১০৮ জনের বিরুদ্ধে মামলা
  • আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করাই প্রথম কাজ: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • ধানমন্ডিতে রাস্তায় পড়ে থাকা ল্যান্ড ক্রুজারটি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের