‘সঠিক তথ্য প্রাপ্তি গণতান্ত্রিক অধিকার’

রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, ‘সহজে ও সুলভে সঠিক তথ্য প্রাপ্তি প্রত্যেক মানুষের নাগরিক ও গণতান্ত্রিক অধিকার।’
বুধবার ওসমানী স্মৃতি মিলনায়তনে তথ্য অধিকার দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ তথ্য কমিশন এ অনুষ্ঠানের আয়োজন করে।
রাষ্ট্রপতি বলেন, ‘সঠিক তথ্য অমূল্য সম্পদ। তথ্য মানুষকে সবসময় সচেতন করে ও সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে সাহায্য করে। তথ্য জানার অধিকার মানুষের অন্যতম মৌলিক ও সাংবিধানিক অধিকার। সরকার জনগণের তথ্য অধিকার নিশ্চিত করতে কাজ করছে।’
তিনি আরো বলেন, ‘তথ্যের অবাধ প্রবাহ যেমন নাগরিক অধিকার প্রতিষ্ঠায় সহায়ক, তেমনই তা সমাজ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ওপর জনগণের ক্ষমতায়নকে প্রতিষ্ঠা করে।’
তিনি আরো বলেন, ‘আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জনগণের তথ্য অধিকার ও তথ্য সেবা নিশ্চিত করতে সরকার প্রশংসনীয় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। তথ্য অধিকার আইনের সফল প্রয়োগের মাধ্যমে জনগণ রাষ্ট্রীয় কার্যক্রম সম্পর্কে স্বচ্ছ ধারণা পাচ্ছেন ও দেশের উন্নয়নে ভূমিকা রাখছেন।’
অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘দেশের সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি কমাতে সরকার তথ্য অধিকার আইন-২০০৯ জারি করেছে, যা দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে। তথ্য অধিকার আইন বাস্তবায়নের প্রাথমিক দায়িত্ব তথ্য কমিশনের। কিন্তু সরকারি-বেসরকারি সংস্থা ও নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া সেটি বাস্তবায়ন করা সম্ভব নয়।’
তিনি আরো বলেন, ‘দেশে বিরাজমান তথ্য অধিকারের সুফল পেতে সব স্তরের মানুষকে এ আইনের প্রয়োগ সম্পর্কে জানতে হবে এবং এর মাধ্যমে জনগণের ক্ষমতায়নের পথ সুগম করতে এগিয়ে আসতে হবে।’ তিনি এ আইনটির ব্যাপক প্রচার, প্রসার ও বাস্তবায়নে দেশের গণমাধ্যমকে আরো এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে বাংলাদেশ তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. গোলাম রহমানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন- তথ্য মন্ত্রণালয়ের সচিব মরতুজা আহমদ, তথ্য কমিশনার নেপাল চন্দ্র সেন, অধ্যাপক ড. খুরশীদ সাঈদ প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ

গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
নিউজ ডেস্ক: সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টাবিস্তারিত পড়ুন

বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
নিউজ ডেস্ক: বিএনপি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না, সংঘাত-সন্ত্রাসের রাজনীতিতেবিস্তারিত পড়ুন

ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত
নিউজ ডেস্ক : সরকারি ভাতার ২০২৪–২৫ অর্থবছরের প্রথম কিস্তির টাকাবিস্তারিত পড়ুন