সন্তানদের সঙ্গে যৌনতা নিয়ে বললেন শাহরুখ

প্রায় ২৫ বছর ধরে বলিউড কাঁপাচ্ছেন ‘বলিউড বাদশা’ শাহরুখ খান। ছবিতে তার উপস্থিতিটাই এখন কোনো ছবির বাণিজ্যিক সাফল্যের মূল চাবিকাঠি। কিন্তু ক্যামেরার সামনে তিনি যতটাই সাবলীল, ব্যক্তিগত জীবনে নাকি তিনি ততটাই লাজুক, রক্ষণশীল মনের মানুষ। আর এ কথা সম্প্রতি তিনি নিজেই স্বীকার করেছেন।
সম্প্রতি এক সাক্ষাত্কারে বলিউড বাদশা জানিয়েছেন, তিনি তার সন্তানদের সঙ্গে বন্ধুর মতো মেলামেশা করেন। কিন্তু এখনো তার সন্তানদের সঙ্গে যৌনতা নিয়ে আলোচনা করতে অস্বস্তিবোধ করেন। এমনকী তিনি মনে করেন, নিজের জড়তার কারণে খোলাখুলি এ বিষয় তাদের শিক্ষার পাঠও দিতে পারবেন না তিনি। এরই সঙ্গে শাহরুখ জানান, তার সন্তানরা এ বিষয়ে তার থেকে অনেক বেশি শিক্ষিত এবং সচেতন। তাই কোনো ভুল পদক্ষেপ তারা কখনো নেবেন না।
এ প্রসঙ্গে উদাহরণ দিতে গিয়ে শাহরুখ বলেন, কোনো প্রাপ্তবয়স্কদের ছবি হলেও শাহরুখ তার সন্তানদের সঙ্গেই বসে দেখেন। সে সময় শাহরুখ উপলব্ধি করেছেন তার সন্তানরা তার থেকে অনেক বেশি জানেন। তিনি মনে করেন কোনো ব্যাপারে না জানাটা কোনও অপরাধ নয়।
তিনি বলেন, এখন ৫১ বছর বয়সে পৌঁছে আমি চূড়ান্ত আত্মবিশ্বাসী। তা সত্ত্বেও আমার কোনো বিষয়ে না জানাটাও একেবারেই স্বাভাবিক।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন