সবচেয়ে আবেদনময় পুরুষ জাস্টিন ট্রুডো

বয়স পেরিয়েছে চল্লিশের কোঠা কিন্তু আবেদনে নেই বিন্দুমাত্র ঘাটতি। রোমান্টিকতা যেন ছড়ানো তার চোখে মুখে।
এরই মধ্যে ভোগের সবচেয়ে আবেদনময় পুরুষ নির্বাচিত হয়েছেন তিনি। এবার সেই আবেদন আর রোমান্স নিয়েই ভোগের কভারে হাজির হলেন কানাডার সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
ভোগ কভারে তাকে সঙ্গ দিয়েছেন স্ত্রী সোফি জর্জ। জাস্টিন ট্রুডো এবং স্ত্রী সোফি জর্জের রোমান্টিক ছবিতে এবার মাতবে ভোগের কভার। আসছে বছরের জানুয়ারি সংখ্যাতেই ভোগ কভারে আলো ছড়াবেন ট্রুডো ও সোফি।
নর্মান জিন রয়ের তোলা ছবিতে নীল ও সোনালি রঙের কম্বিনেশনে অস্কার ডি লা রেন্টা পোশাকে সেজেছেন সোফি আর ট্রুডোর শরীরে গাঢ় নীল প্যান্ট, হালকা নীল শার্ট, সঙ্গে গলায় একটি গাঢ় লাল টাই।
ভোগের সঙ্গে আলোচনায় নিজেদের সম্পর্কের নানান দিক তুলে ধরেছেন সোফি ও ট্রুডো। ট্রুডোর যে বিষয়টি সোফিকে সবচেয়ে বেশি আকর্ষণ করেছিলো সেটি হলো, তার গভীর স্থির দৃষ্টি।
সাক্ষাৎকারে নিজেদের সম্পর্কের শুরুর দিকের কথাও তুলে ধরেছেন সোফি। বলেছেন, তাদের প্রথম ডেট শেষে ট্রুডো বলেছিলেন, আমার বয়স ৩১। এই ৩১টি বছর আমি তোমার অপেক্ষা করেছি।
এই সংক্রান্ত আরো সংবাদ

মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন

হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন
ধনিয়া পাতার উপকারি গুণ
চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন