সব দলের অংশগ্রহণে ভোট দেখতে চায় ইইউ
সব দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহনমূলক নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্ট কমিটির একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে সাক্ষাতে এই চাওয়ার কথা জানান।
সাক্ষাৎ শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের ব্রিফ করেন।
তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন সদস্যদের ঢাকা সফরে আসার মূল উদ্দেশ্য বাণিজ্য সংক্রান্ত। তারপরও তারা বলেছে, শুধু বাণিজ্য নিয়ে আলোচনা ফলপ্রসূ হয় না।
যেহেতু ইউরোপীয় ইউনিয়ন গণতন্ত্রে বিশ্বাস করে, তাদের সঙ্গে যেসব দেশ ব্যবসা করবে তাদের ওখানে যাতে গণতন্ত্রের চর্চা হয়, মৌলিক অধিকার যেন রক্ষা করা হয়; বিশেষ করে নির্বাচন প্রক্রিয়া যেন সুষ্ঠু এবং সব দলের অংশগ্রহণে হয়, আইনের শাসন, মানবাধিকার প্রতিষ্ঠিত হয়, সেটিও তারা দেখতে চায়।
ইইউ’র সঙ্গে এই সাক্ষাৎপর্বে বাংলাদেশের নির্বাচন কমিশন গঠন নিয়েও আলোচনা হয়েছে বলে জানান ফখরুল। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন একটি নিরপেক্ষ, যোগ্য নির্বাচন কমিশন দেখতে চায়। যাতে ওই কমিশন সুষ্ঠু ও অবাধ নির্বাচন পরিচালনা করতে পারে।
ফখরুল খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নিন্দা জানান। তিনি অভিযোগ করেন, জন্মদিন পালন নিয়ে এমনটা করা হবে আমরা তা কল্পনাও করিনি। সরকার বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করায় এমনটা করা হয়েছে।
বৈঠকে খালেদা জিয়ার সঙ্গে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, জমির উদ্দিন সরকার, আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন
হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
দেশের মানুষের মনোবাসনা বুঝে স্বচ্ছ রাজনীতির আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ীবিস্তারিত পড়ুন
বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
বগুড়ায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৫৭ জনের বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাতে বগুড়া সদর থানায় গাবতলীর নিহত বিএনপি নেতা জিল্লুর রহমানের স্ত্রী খাদিজা বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সরকার পতনের একদফা আন্দোলনে গিয়ে সংঘর্ষের সময় শহরের ঝাউতলা এলাকায় নিহত হনবিস্তারিত পড়ুন