সব ভুলে কাছে আসছেন বিরাট-আনুশকা!

বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা এবং ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির রোমান্সটা ভালোই চলছিল। কিন্তু হঠাৎ করেই শোনা যায় তাদের ছাড়াছাড়ির গুঞ্জন। তবে আবারও সম্পর্কে ফিরছেন তারা।
আনুশকা-বিরাটের সম্পর্কে ফাটল ধরে চলতি বছরের প্রথমে। নববর্ষ উদযাপনে আনুশকাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন বিরাট। কিন্তু আনুশকা জানান তিনি এখন ক্যারিয়ার নিয়ে ভাবতে চান, অন্যকিছু নয়। এমন সিদ্ধান্ত মানতে পারেননি বিরাট। ফলাফল তাদের মধ্যে ছাড়াছাড়ি। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তাদের অভিমানের বরফ গলতে শুরু করেছে। দিনে অন্তত একবার নাকি বিরাট আর অনুশকার ফোনে কথা হয়।
ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে বিরাটের দুর্দান্ত ইনিংসে সেমি-ফাইনালে ওঠে ভারত। গোটা টিম যখন সেই আনন্দ উদযাপনে ব্যস্ত, বিরাট তখন আনুশকার সঙ্গে ফোনে মেতেছিলেন। এমনটাই খবর প্রকাশ করে ভারতীয় সংবাদমাধ্যম।
এদিকে তাদের ঘনিষ্ঠ একজন সূত্র জানিয়েছেন, আনুশকা এবং বিরাটের মধ্যে ছাড়াছাড়ি হয়নি। বিষয়টি নিয়ে ভাবার জন্য পরস্পরকে সময় দিচ্ছেন তারা।
এ সম্পর্কে সূত্রটি আরো বলেন, ‘আসলে তাদের ছাড়াছাড়ি হয়নি। তারা একে অন্যের কাছ থেকে কিছুটা সময় চেয়ে নিয়েছেন। আনুশকা এখন কাজ নিয়ে খুব ব্যস্ত। সালমানের সঙ্গে পরবর্তী সিনেমায় তাকে শারীরিক এবং মানসিকভাবে অনেক পরিশ্রম করতে হবে। তাদের ভালোর জন্যই বিছুদিনের জন্য তারা আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছেন।’
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন