সম্পর্ক ভাঙছে পরিণীতি চোপড়ার!

প্রেম ভালোবাসার বিষয়টি খুব একটা ভালো যাচ্ছে না বলিউড তারকাদের। বিবাহ বিচ্ছেদ আর প্রেমের সম্পর্কের ছাড়াছাড়ির জন্য প্রায়ই খবরের শিরোনাম হচ্ছেন তারকারা।
বলিউডের আলোচিত জুটি রণবীর কাপুর এবং ক্যাটরিনা কাইফের পর এবার প্রেমের সম্পর্ক ভাঙার গুঞ্জন শোনা যাচ্ছে অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং ফ্যান সিনেমার পরিচালক মানীশ শর্মার মধ্যে।
ভারতের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পরিণীতি এবং মানীশ মধ্যে গত এক বছর ধরেই সম্পর্কটা ভালো যাচ্ছিল না। সম্প্রতি তারা তাদের প্রেমের সম্পর্ক আনুষ্ঠানিকভাবে শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে তারা দুজন একে অন্যের বন্ধু হিসেবে থাকবেন।
এদিকে বলি অন্দরের এক সূত্র জানিয়েছে, কিছুদিন আগে পরিণীতি কুইন্সল্যান্ডে যে ছুটি কাটাতে গিয়েছিলেন তার কারণ মানীশের সঙ্গে তার ছাড়াছাড়ি। ফ্যান সিনেমার পরিচালকের সঙ্গে ছাড়াছাড়ির দুঃখ ভুলতেই ছুটি কাটাতে গিয়েছিলেন এ অভিনেত্রী।
পরিণীতি এবং মানীশের মধ্যে জানাশোনা গত তিন বছর ধরে। এর আগে মানীশ এবং তার সম্পর্ক নিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পরিণীতি বলেছিলেন, ‘আমি তাকে ভালোবাসি, আমি তাকে অনেক ভালোবাসি এবং আমার দেখা সেরা একজন মানুষ সে। আমি তাকে আমার সেরা বন্ধু মনে করি।’
তিনি আরো বলেন, ‘আমার পরিবারও তাকে অনেক পছন্দ করে। আমরা যদি গাড়ি অথবা বাড়ি কিনি তাহলে প্রত্যেকবারই আমার মা তাকে মেসেজ পাঠান। সেখানে লেখা থাকে, ‘তোমাকে আবারও ধন্যবাদ, তোমার কারণেই সে (পরিণীতি) আজ এ পর্যায়ে।’ সে (মানীশ) আমার জীবনে ফেরশেতার মতো।’
বলিউডে পরিণীতির পরবর্তী সিনেমা মেরি পেয়ারি বিন্দু । খুব শিগগিরই শুরু হবে সিনেমাটির শুটিং। সিনেমাটি প্রযোজনা করছেন মানীশ শর্মা এবং পরিচালনা করছেন অক্ষয় রয়। এ সিনেমার মধ্য দিয়ে পরিচালক হিসেবে অভিষেক হচ্ছে তার। পরিণীতি ছাড়াও সিনেমাটিতে অভিনয় করছেন অয়ুষমান খুরানা।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন