বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৮, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সম্প্রচার আইনের খসড়া চূড়ান্ত, শীঘ্রই মন্ত্রিসভায় উত্থাপন

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জানিয়েছেন, সম্প্রচার আইনের খসড়া চূড়ান্ত করা হয়েছে, যাচাই বাছাই শেষে তা শিগগিরই মন্ত্রিসভায় উত্থাপন করা হবে।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সাংবাদিকদের একথা জানান তিনি।

সম্প্রচার আইন প্রণয়নের অগ্রগতির বিষয়ে তিনি বলেন, প্রফেসর গোলাম রহমানের নেতৃত্বে কমিটি দীর্ঘদিন কাজ করার পর আইনের খসড়া আমাদের কাছে জমা দিয়েছে। মনে রাখা দরকার যে ওনারা এটা জমা দেওয়ার আগে, উন্মুক্ত আলাপ-আলোচনা সম্পন্ন করেছেন। ওয়েবসাইটে দেওয়া হয়েছে। সেখানে যে মতামতগুলো এসেছে, তা নিয়ে তারা কাজ করেছেন। খসড়া আইনটি মন্ত্রণালয়ে দিয়েছেন। আমরা পরীক্ষা-নিরীক্ষা করছি। অল্প কয়েক দিনের ভেতরেই মন্ত্রিপরিষদে (মন্ত্রিসভা বৈঠকে) পাঠাব।

তথ্যমন্ত্রী বলেন, ২০১২ সালে সাংবাদিক সহায়তা অনুদান ও ভাতা নীতিমালা প্রণয়ন করেই থেমে নেই সরকার। সাংবাদিকদের কল্যাণকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে গঠন করেছেন সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল প্রথমবারের মতো এ ট্রাস্টের আওতায় ১৯৬ জনকে এক কোটি ৪০ লাখ টাকা সহায়তা ভাতা দিতে যাচ্ছেন।

ওই নীতিমালার আওতায় ২০১১-২০১২ অর্থ বছরে ৬১ জন অনুদানভোগীকে ৫০ লাখ টাকা, ২০১২-২০১৩ অর্থ বছরে ১৮৫ জনকে এক কোটি টাকা, ২০১৩-২০১৪ অর্থ বছরে ১৯৬ জনকে এক কোটি ১০ লাখ টাকা, ২০১৪-২০১৫ অর্থ বছরে ১৮১ জনকে এক কোটি ২০ লাখ টাকা এবং ২০১৫-২০১৬ অর্থ বছরে ১৯৬ জনকে এক কোটি ৪০ লাখ টাকার চেক হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

হাসানুল হক ইনু বলেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর পক্ষ থেকে সুনির্দিষ্ট তথ্য ও পদ্ধতিগত গবেষণা ছাড়াই বাংলাদেশে ঢালাওভাবে দুর্নীতি হচ্ছে বলে যে প্রচারণা চালানো হতো, তথ্য মন্ত্রণালয় তা চ্যালেঞ্জ করে। এর ফলে টিআইবি তার অবস্থান পরিবর্তন করে ও তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রেখে সঠিক তথ্য প্রবাহের বিষয়ে মনোযোগী হয়।

অনলাইন গণমাধ্যমগুলোকে নিবন্ধন দেওয়ার ব্যাপারে মন্ত্রী বলেন, নিবন্ধনের জন্য এক হাজার ৭০০ এর বেশি আবেদন জমা পড়েছে। আমরা এগুলো পরীক্ষা-নিরীক্ষা করছি। আমার কীভাবে নিবন্ধন করব; কি করব না-সেজন্য অনলাইন নীতিমালা নিয়ে আলোচনা চলছে। সেটা চূড়ান্ত পর্যায়ে।

সরকার সঠিক তথ্য প্রবাহের ওপর গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, এ ব্যাপারে তথ্য মন্ত্রণালয় আপনাদের (সাংবাদিক) কাছে সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করছে, আপনারাও আপনাদের জায়গা থেকে যে ভূমিকা রেখেছেন তা প্রশংসনীয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ফের সংঘর্ষবিস্তারিত পড়ুন

রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) কোষাধ্যক্ষের কার্যালয়ে ভাঙচুর চালিয়েছেবিস্তারিত পড়ুন

স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে

অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর ১২৩টি সংগঠন মোট ১,৬০৪ বারবিস্তারিত পড়ুন

  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত
  • ফোরজির সর্বনিম্ন গতি ১০ এমবিপিএস কার্যকর হচ্ছে সেপ্টেম্বর থেকে
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • আজ যমুনায় তিন দলের সঙ্গে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক
  • হাসনাতকে উপহার পাঠালের রুমিন ফারহানা
  • গাজীপুরে পোশাক শ্রমিকসহ দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার