সরকারিভাবে পুরস্কৃত হলো বিএটিবি ! তামাক নিয়ন্ত্রণের জন্য এটি একটি অশনিসংকেত
আবারো সরকারিভাবে পুরস্কৃত হলো মৃত্যুবিপণনকারী বিএটিবি। শিল্প মন্ত্রণালয় সম্প্রতি শিল্প খাতে বিশেষ অবদানের জন্য বৃহৎ শিল্প ক্যাটাগরিতে “ন্যাশনাল প্রোডাক্টিভিটি এন্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড” প্রদান করেছে প্রতিষ্ঠানটিকে। যা সরকারের তামাক নিয়ন্ত্রণ প্রচেষ্টা তথা জনস্বাস্থ্য সুরক্ষার মহৎ উদ্যোগকে দারুণভাবে প্রশ্নবিদ্ধ করছে।
এবং একইসাথে তা বিএটিবি’র তামাক আগ্রাসনের পথকে সুগম করছে। সম্প্রতি বিএটিবি বাজার সম্প্রসারণের কৌশল হিসেবে ১২ শলাকার প্যাকেটে বেনসন এন্ড হেজেস বাজারে ছেড়েছে।
২০ শলাকার প্যাকেটের তুলনায় লাভ বেশি থাকায় দোকানিরা এটি বেশি বেশি বিক্রি করতে উদ্বুদ্ধ হচ্ছে। ক্রেতারাও প্রলুব্ধ হচ্ছে ‘Smart Pack’ লেখা সম্বলিত ১২ শলাকার প্যাকেট দেখে।
বনায়নের নামেও কোম্পানিটি সরকারি কর্মকর্তাদের ব্যবহার করে পরিবেশের জন্য ক্ষতিকর দ্রুত বর্ধক ইপিল ইপিল গাছের চারা বিনামূল্যে বিতরণ করছে। তামাক পাতা পোড়ানোর জ্বালানি নিশ্চিত করতেই এধরনের লোক দেখানো বনায়ন কর্মসূচি।
এছাড়াও কোম্পানিটি পূর্বে নির্ধারিত (বাজেট পূর্ববর্তী) মূল্যের বিভিন্ন ব্রান্ডের সিগারেট বর্তমানে বর্ধিত দামে বিক্রি করছে। ফলে সরকার কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে। বিএটিবি’র এধরনের কূটকৌশল না রুখে বরং পুরস্কৃত করা তামাক নিয়ন্ত্রণের জন্য সত্যিই অশনিসংকেত।
এই সংক্রান্ত আরো সংবাদ
কোকেনের সবচেয়ে বড় চালানে জড়িতদের নাম পেয়েছে ডিএনসি
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর দেশে কোকেনের সবচেয়ে বড় চালান জব্দের ঘটনায়বিস্তারিত পড়ুন
শপথ করছি, মাদক ছোঁব না
মাইকে ঘোষণা হলো ‘এখন মাদকের বিরুদ্ধে আমরা শপথ নেবো’। শপথবিস্তারিত পড়ুন
ক্ষতি বছরে ১ লাখ কোটি ডলারঃ ধুমপানের পিছনে
ধুমপানে প্রতি বছর বিশ্ব অর্থনীতির ক্ষতি হয় এক ট্রিলিয়ন বাবিস্তারিত পড়ুন