শনিবার, জুলাই ২৭, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

সরকারি পোস্টারে মুস্তাফিজ, দেশের ইতিহাসে প্রথম

অভিষেকের পর থেকেই আন্তর্জাতিক ক্রিকেটে একের পর এক রেকর্ড গড়েছেন বিস্ময়বালক মুস্তাফিজুর রহমান। এদিকে জনপ্রিয় ঘরোয়া লিগ আইপিএলেও প্রতিটি ম্যাচে নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন এই কাটার মাস্টার।

এরই সুবাদে পরিকল্পনা কমিশনের দেয়ালে স্থান পেয়েছে মুস্তাফিজের ছবি। আর এসব ছবি স্থাপন করা হয়েছে স্বয়ং পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামালের নির্দেশেই। যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবির পাশে স্থান পেয়েছে তরুণ এ সেনশেসনের ছবি।

আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনের প্রধান গেটে পাশাপাশি তিনটি ছবি টানানো হয়েছে। ছবি’র শিরোনাম দেয়া হয়েছে ‘সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের’। মঙ্গলবার দুপুরে একনেক সভা শেষে ছবিগুলো পরিদর্শন করেন পরিকল্পনা মন্ত্রী।

এ সময় মন্ত্রী বলেন, ‘মুস্তাফিজ বাংলাদেশকে অনেক উচ্চতায় নেয়ার পাশাপাশি সম্মানিত ও প্রশংসিত করেছেন। আমাদের উচিত মুস্তাফিজকে সব ধরনের সাপোর্ট দেয়া’। ‘এটাও (ছবি স্থাপন) ধরে নেয়া যেতে পারে, মুস্তাফিজকে সম্মান জানানো’।

সবচেয়ে বড় কথা কোনো খেলোয়াড়ের ছবি পরিকল্পনা কমিশনের দেয়ালে টানানো বাংলাদেশের ইতিহাসে প্রথম।

এমনকি পরিকল্পনা মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তার সঙ্গে আলাপচারিতায় তারা উল্লেখ করেন, ‘বিশ্বেও এই ঘটনা অদ্বিতীয়’। ‘বিশ্বের বিভিন্ন দেশে ফুটবল, ক্রিকেট বা অন্যান্য খেলায় পৃথিবী জুড়ে বিখ্যাত বিভিন্ন খেলোয়াড় রয়েছে’। সে সব দেশে সর্বোচ্চ ক্রীড়া মন্ত্রণালয়ে ওইসব খেলোয়াড়দের ছবি স্থান পায়। কিন্তু মুস্তাফিজের বিষয়টি ভিন্ন এবং এতো বড় আকারের ছবি সম্ভবত বিশ্বে অদ্বিতীয়।

এদিকে একনেক সভা শুরুর আগে আইপিএলে মুস্তাফিজের পারদর্শিতা এবং ম্যাজিকাল স্পেলের প্রশংসা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় তিনি বলেন, ‘ক্রিকেটে মুস্তাফিজের অবদানের জন্য জাতি হিসেবে আমরা গর্বিত’।

এই সংক্রান্ত আরো সংবাদ

মুস্তাফিজের প্রশংসায় পঞ্চমুখ ওয়াসিম আকরাম

টি-টোয়েন্টি ক্রিকেটে দুর্দান্ত বোলার মুস্তাফিজুর রহমান। কাটার, স্লোয়ারে প্রতিপক্ষের ব্যাটারদেরবিস্তারিত পড়ুন

দিয়াগো কস্তার বীরত্বে কোয়ার্টার ফাইনালে উঠল পর্তুগাল

অতিরিক্ত সময়ে পেনাল্টি পেয়েও ব্যর্থ হন দলের সেরা তারকা ক্রিস্তিয়ানোবিস্তারিত পড়ুন

শান্তর অধিনায়কত্ব নিয়ে বিসিবি যা ভাবছে

চলতি বছরের ফেব্রুয়ারিতে সব ফরম্যাটের জন্য বাংলাদেশ দলের নেতৃত্ব পানবিস্তারিত পড়ুন

  • চিলিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা
  • প্রথমবার বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা
  • অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিতে আফগানিস্তান
  • সেমিফাইনাল নিশ্চিতের মিশনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে ইংল্যান্ড
  • আবারও বৃষ্টিতে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
  • বৃষ্টির পর অস্ট্রেলিয়া শিবিরে রিশাদের জোড়া আঘাত
  • টি-টোয়েন্টি বিশ্বকাপে ছক্কা হাঁকানোর তালিকায় সেরা দশে হৃদয়
  • টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটএ বাংলাদেশের ম্যাচ
  • আফগানিস্তানকে বিশাল ব্যবধানে হারালো ওয়েষ্ট ইন্ডিজ
  • নেপালকে হারিয়ে সুপার এইটে বাংলাদেশ
  • অস্ট্রেলিয়ার জয়ে ইংল্যান্ড সুপার এইটে
  • বিশ্বকাপে একমাত্র ক্রিকেটার হিসেবে যে রেকর্ড গড়লেন সাকিব