সরানো হচ্ছে না জিয়ার মাজার
জাতীয় সংসদের স্থপতি লুই আই কানের মুল নকশা না থাকায় রাজধানীর শেরে বাংলা নগরে বাংলাদেশ সচিবালয়ের নির্মাণ প্রকল্পটি জাতীয় অর্থনীতি পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে অনুমোদন দেওয়া হয়নি । এর ফলে আপাতত সরছে না জিয়াউর রহমানের মাজার।
মঙ্গলবার শেরে বাংলা নগরের পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের অনুমোদনের জন্য পেশ করা প্রকল্পগুলোর এজেন্ডার ২ নম্বরে ছিল সচিবালয় নির্মাণ প্রকল্পটি।
বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আহম মুস্তফা কামাল এসব তথ্য জানান।
পরিকল্পনামন্ত্রী বলেন, লুই কানের মূল নকশা না থাকায় সচিবালয় নির্মাণ প্রকল্প আপাতত স্থগিত রাখা হয়েছে। আমরা অনুলিপি ও ফটোকপির উপর বিশ্বাস রাখতে পারছি না। যতদিন না মুল নকশা হাতে পাচ্ছি ততদিন এ প্রকল্প অনুমোদন স্থগিত থাকবে।
লুই কানের নকশায় জিয়ার মাজার আছে কিনা না জানতে চাইলে তিনি বলেন,মূল নকশায জিয়াউর রহমানের মাজার আছে কিনা না এ বিষযে আমি বলতে পারবো না।চন্দ্রিমায় উদ্যানে শুধু জিয়াউর রহমানের মাজার নয় আরো অনেকের মাজার আছে । সুতরাং মূল নকশা হাতে পেলে এসব বিষয় খতিয়ে দেখে প্রকল্পটির সিদ্ধান্ত নেয়া হবে।
প্রসঙ্গত,জাতীয় সংসদের স্থপতি লুই আই কানের নকশা অনুযায়ী, শেরে বাংলা নগরের চন্দ্রিমা উদ্যোনের উত্তরাংশে ৪২ একর জমির উপর সচিবালয় নির্মাণ করার পরিকল্পনা ছিল। এতে করে জাতীয় সংসদ, বাসভবন, প্রধানমন্ত্রী কার্যালয় ও সচিবালয় পাশাপাশি অবস্থান করবে।তবে ১০ একর জমির উপর বঙ্গবন্ধু আন্তজার্তিক সম্মেলন কেন্দ্র নির্মান হওয়ায়, ১০ একর জমি কমে গেছে। এ কারণে লুই কানের নকশা অনুযায়ী সচিবালয় নির্মাণ করতে হলে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্র ভাঙ্গতে হবে অথবা পরিকল্পনা মন্ত্রনালয় ভেঙ্গে ফেলতে হবে। এসব না ভাঙ্গলে জিয়ার মাজার সরাতে হবে। তাহলে লুইকানের পরিকল্পনা অনুযায়ি সচিবারয় র্নিমান করা সম্বব হবে্।
এই সংক্রান্ত আরো সংবাদ
কুমির আতঙ্কে গড়াই নদীর তীরে রাখা হচ্ছে ছাগল-হাঁস
কুষ্টিয়ার গড়াই নদীতে একাধিক কুমিরের “অস্তিত্ব মিলেছে”। ফলে আতঙ্কে নদীতেবিস্তারিত পড়ুন
বিটকয়েনের দাম ১ লাখ ডলার ছাড়িয়েছে
ইতিহাসে প্রথমবারের মতো বিটকয়েনের দাম ১,০০,০০০ ডলার ছাড়িয়েছে। ডোনাল্ড ট্রাম্পবিস্তারিত পড়ুন
স্বরাষ্ট্র উপদেষ্টা: মিথ্যা তথ্য ছড়ানোর জন্য তাদের মুখেই চুনকালি পড়বে
বাংলাদেশের সার্বভৌমত্ব কোনো ধরনের হুমকির মধ্যে নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রবিস্তারিত পড়ুন