সহযোগী দেশের টি-টোয়েন্টি টুর্নামেন্টে মাশরাফিরা?
২০১৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি তার সহযোগী দেশগুলোকে নিয়ে এক টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে। আর সেই আয়োজনে আমন্ত্রণ জানানো হয়েছে টেস্ট খেলুড়ে দেশ বাংলাদেশকে।
ক্রিকেট বিষয়ক গণমাধ্যম ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, টি-টোয়েন্টি স্ট্যাটাস পাওয়া আট সহযোগী দেশকে নিয়ে এক টি-টোয়েন্টি টুর্নামেন্টের আয়োজনের পরিকল্পনা করছে আইসিসি। সেই টুর্নামেন্টে থাকবে আয়ারল্যান্ড, আফগানিস্তান, স্কটল্যান্ড, হংকং, আরব আমিরাত, পাপুয়া নিউগিনি, ওমান এবং নেদারল্যান্ডস।
সেই আয়োজনে দুই টেস্ট খেলুড়ে দেশ বাংলাদেশ ও জিম্বাবুয়েকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বা জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি) কেউই চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানায়নি।
দুবাইয়ে আইসিসির একাডেমিতে ২০১৮ সালের জানুয়ারি ৬ থেকে ২০ তারিখের মধ্যে এই টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে আইসিসি। তবে সেটা আগামী বছরের শেষেও হতে পারে।
এই সংক্রান্ত আরো সংবাদ
আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
চেন্নাই টেস্টে ভারতের দেওয়া পাহাড়সম ৫১৫ রানের লক্ষ্যে ব্যাট করতেবিস্তারিত পড়ুন
খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
রাওয়ালপিণ্ডিতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে ব্যস্ত পাকিস্তানি ফাস্ট বোলার শাহিনবিস্তারিত পড়ুন
বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
সাম্প্রতিক ভয়াবহ বন্যায় দুর্গত মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যেবিস্তারিত পড়ুন