সাইকেলে চড়ে হাজীর হল বর! (ছবিতে দেখুন)
বিয়ে নিয়ে প্রত্যেক মানুষের অনেক স্বপ্ন থাকে। এটি সকলের জীবনের একটি বিশেষ দিন ওয়ে থাকে। তাই এ নিয়ে বিভিন্ন স্বপ্ন দেখেন অনেকেই। কাউকে যদি জিজ্ঞেস করা যায় তার বিয়েতে কিসে করে সে তার বরের বাসায় যেতে চান? তাহলে অবশ্যই পালকি, ঘোড়ার বা গরুর গাড়ি, ফুল দিয়ে সাজানো দামী গাড়ি ইত্যাদির কথা বলবেন। কিন্তু কখনও সাইকেলে করে যাবার চিন্তা করেছেন কি?
চায়নায় এই অদ্ভুদ সুন্দর কাজের শুরু করলেন একজন বর। আনহুই প্রদেশের বর কোন দামী গাড়ি সাজিয়ে না এনে একটি পরিবেশ বান্ধব উপায়ে তার কনেকে নিয়ে গেলেন। তিনি তার সাইকেলে করে নতুন বউকে তার সাথে নিয়ে যান।
একটি আধুনিক স্টাইলের চীনা বিবাহতে সাধারণত বর অনেক গাড়িবহর নিয়ে হাজীর হন। কারণ এতে তার সম্পত্তির প্রতিচ্ছবি ভেসে উঠে। তারা তাদের সম্পদের আধিপত্য দেখানোর জন্য কুচকাওয়াজ অন্তর্ভুক্ত করেন।
কিন্তু ২৭ বছর বয়সী ইউ একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি বাই-সাইকেলে করে তার বিবাহের জন্য উপস্থিত হলেন। দম্পতি আগে থেকে সিদ্ধান্ত নিয়েছিলেন যে, কনে তাদের ঐতিহ্যগত সেদা চেয়ারে বসবেন এবং বর সাইকেলে চড়ে তাকে নিয়ে যাবেন।
তাদের এই সৃজনশীল ও ইকো-বন্ধুত্বপূর্ণ বিয়ে সকলের প্রশংসা পায়।
এই সংক্রান্ত আরো সংবাদ
বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, বিক্ষোভকারীদের অধিকার সমুন্নতবিস্তারিত পড়ুন
একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় অন্তত ৫৭বিস্তারিত পড়ুন
কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প
রিপাবলিকান দলের জাতীয় সম্মেলনে ডান কানে বড় ব্যান্ডেজ নিয়েই অংশবিস্তারিত পড়ুন