সাঈদীর মৃত্যুদণ্ড চেয়ে রাষ্ট্রপক্ষের রিভিউ অবৈধ
জামায়াতের নায়েবে আমীর দেলওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ড চেয়ে রাষ্ট্রপক্ষের করা রিভিউ (রায়ের পুনর্বিবেচনা) আবেদন করার কোন আইনগত বৈধতা নেই বলে মন্তব্য করেছেন তার প্রধান আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।
সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে সাঈদীর খালাস চেয়ে রিভিউ আবেদনের পর সংবাদ সম্মেলন করে তিনি এসব মন্তব্য করেন।
তিনি বলেন, যদি কোন অভিযোগে অপরাধ প্রমাণিত হয়, সেই অপরাধের সাজা কি দিবেন সেটা সম্পর্ণ আদালতের এখতিয়ার। এ বিষয়ে রিভিউ করার রাষ্ট্রপক্ষের কোন আইনগত বৈধতা নেই।
তিনি বলেন, অযথা চাপ সৃষ্টির জন্যই সরকার সাঈদীর মৃত্যুদণ্ড চেয়ে এ রিভিউ আবেদন করেছেন।
সাঈদীর এই আইনজীবী বলেন, রিভিয়ের রায়ে আমরা বিজয়ী হব, সাঈদী সম্পর্ণভাবে খালাস পাবেন।
সংবাদ সম্মেলনে সাঈদীর ছেলে জিয়ানগর উপজেলা চেয়ারম্যান মাসুদ বিন সাঈদী, অ্যাডভোকেট তাজুল ইসলাম, অ্যাডভোকেট ইউসুফ আলী, অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ অ্যাডভোকেট তারিকুল ইসলাম এসময় উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, আমৃত্যু কারাদন্ড থেকে খালাস চেয়ে রোববার রিভিউ আবেদন করেন সাঈদী। মোট ৯০ পৃষ্টার রিভিউ আবেদনে আমৃত্যু কারাদন্ড থেকে খালাস পেতে ১৬ টি যুক্তি দেখানো হয়েছে।
অপরদিকে গত ১২ জানুয়ারি সাঈদীর অমৃত্যুকারাদণ্ড থেকে বাড়িয়ে মৃত্যুদণ্ড করার জন্য সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট শাখায় রাষ্ট্রপক্ষ রিভিউ আবেদন করেন। রাষ্ট্রপক্ষের ৩০ পৃষ্ঠার মূল আবেদনে ৫টি গ্রাউন্ড দেখানো হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন