শুক্রবার, সেপ্টেম্বর ১৩, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

সাকা-মুজাহিদের মৃত্যু পরোয়ানা জারি

জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাকা চৌধুরীর বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার দুপুর পৌনে ২টায় বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পূর্ণাঙ্গ রায়ের কপিতে স্বাক্ষরের পর এ পরোয়ানা জারি করেন।

ট্রাইব্যুনাল থেকে লাল কাপড়ে মোড়ানো মৃত্যু পরোয়ানা কারাগার, স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হবে। এ পরোয়ানার ভিত্তিতে ফাঁসি কার্যকরে পরবর্তী প্রক্রিয়া শুরু করবে কারা কর্তৃপক্ষ। তবে রায় প্রকাশের দিন থেকে রিভিউ করার জন্য ১৫ দিন সময় পাবেন আসামি।

এ সময়ের মধ্যে রিভিউ করলে মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়া স্থগিত হয়ে যাবে। রিভিউ আবেদনের নিষ্পত্তি হয়ে গেলে এবং তাতে মৃত্যুদণ্ড বহাল থাকলে আসামিকে তা আনুষ্ঠানিকভাবে জানিয়ে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার সুযোগ দেওয়া হবে। তিনি স্বজনদের সঙ্গে দেখাও করতে পারবেন।

রাষ্ট্রপতির ক্ষমার বিষয়টি ফয়সালা হয়ে গেলে সরকার কারা কর্তৃপক্ষের মাধ্যমে সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করবে। এর আগে গতকাল বুধবার রাতে সুপ্রিম কোর্ট থেকে ফাঁসির পূর্ণাঙ্গ রায়ের কপি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠান সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম।

আপিল বিভাগের সহকারী রেজিস্ট্রার মো. আবু তাহের ভূঁইয়াসহ কর্মকর্তারা সেগুলো নিয়ে আসেন। ট্রাইব্যুনালের রেজিস্ট্রার মো.শহীদুল আলম ঝিনুকের ব্যক্তিগত সহকারী জহিরুল ইসলাম জাহিদ সেগুলো গ্রহণ করেন। গতকাল বুধবার বিকেলে মুজাহিদের ১৯১ পৃষ্ঠার এবং সাকা চৌধুরীর ২১৭ পৃষ্ঠার ফাঁসির পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন আপিল বিভাগ।

এর আগে গত ১৬ জুন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ মানবতাবিরোধী অপরাধের মামলায় মুজাহিদের মৃত্যুদণ্ড বহাল রেখে রায় ঘোষণা করেন। এদিকে গত ২৯ জুলাই বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

এই সংক্রান্ত আরো সংবাদ

তৈরি পোশাক খাতে নাশকতা: উস্কানিদাতা ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নাশকতার মাধ্যমে তৈরি পোশাক খাতে অস্থিতিশীলতা সৃষ্টির উসকানিদাতা ছাত্রলীগ নেতা ইসতিয়াক আহম্মেদ হৃদয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোণা জেলা পুলিশ সুপার ফয়েজ আহমেদ। পুলিশ সুপার জানান, রবিবার রাতে নেত্রকোণার কেন্দুয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে নেত্রকোণা জেলা পুলিশ। গ্রেপ্তার হৃদয়ের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। গ্রেপ্তারকৃত হৃদয় সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক ছিলেন। তিনি কেন্দুয়া উপজেলার মাসুদুজ্জামান তাওহিদের ছেলে।

ঢাকা এসেছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী

ঢাকায় এসেছেন আন্তর্জাতিকভাবে খ্যাতিমান মুদ্রা-ঋণ বিশেষজ্ঞ ও ইংল্যান্ডের সরকারি বিশ্ববিদ্যালয়বিস্তারিত পড়ুন

  • নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা নিয়ে ভাবছে রাজনৈতিক দলগুলো: আমীর খসরু
  • জুলাই গণহত্যায় শেখ হাসিনার বিচার সরাসরি সম্প্রচার হবে: চিফ প্রসিকিউটর
  • সীমান্ত হত্যা ভারতের সঙ্গে সম্পর্কের অন্তরায়: পররাষ্ট্র উপদেষ্টা
  • জাতির পিতার পরিবারের সদস্যদের বিশেষ নিরাপত্তায় করা আইন বাতিল
  • দ্বিতীয় দফায় বন্যার্তদের পাশে ঢাবির লোকপ্রশাসন বিভাগ
  • শাহবাগে ব্যাটারিচালিত রিকশার নিচে পড়ে নারীর মৃত্যু
  • ভেঙে দেওয়া হলো আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদ
  • বাধ্যতামূলক অবসরে আনসারের উপ-মহাপরিচালক জিয়াউল
  • বৃহস্পতিবার জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন সিইসি, আসতে পারে পদত্যাগের ঘোষণা
  • ১৩ বছর পর জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক
  • সরকার নয়, বিটিভিকে জনগণের মিডিয়া হতে হবে: নাহিদ ইসলাম
  • খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক