শনিবার, জুলাই ২৭, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

সাকিবকে চায় বিপিএলের পাঁচ ফ্র্যাঞ্চাইজি

বিশ্বসেরা অলরাউন্ডার বলে কথা। তাকে দলে চায় না এমন মালিক পাওয়া খুব দুর্লভ। বিপিএলের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স তাদের পছন্দের তালিকার শীর্ষে মাশরাফি বিন মুর্তজাকে রাখলেও বিপিএলের অন্য পাঁচ দলের প্রধান চাহিদা সাকিব আল হাসান।

সবচেয়ে বড় ও ব্যবসা সফল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দুবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের অন্যতম তারকা খেলোয়াড় সাকিব আল হাসান। আইপিএলে জায়গা করে নেওয়ার পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের ঘরোয়া লিগগুলোতে সাকিব নিজের জাত চিনিয়েছেন। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ, ওয়েস্ট ইন্ডিজের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, শ্রীলঙ্কার শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ ও ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট খেলেছেন সাকিব। প্রতিটি টুর্নামেন্টেই সাকিব নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন।

সেই সাকিব আল হাসান বাংলাদেশ প্রিমিয়ার লিগেরও দ্বিতীয় আসরের চ্যাম্পিয়ন ঢাকা গ্ল্যাডিয়েটর্সে খেলেছেন। বিপিএলের দুই আসরের সেরা পারফর্মারও ছিলেন বাঁহাতি এই অলরাউন্ডার। স্বাভাবিকভাবেই তার চাহিদা আকাশচুম্বী। বিপিএলের তৃতীয় আসরের আইকন ক্রিকেটার সাকিব। তার সঙ্গে রয়েছেন আরো পাঁচ ক্রিকেটার। মুশফিক, মাশরাফি, তামিম, নাসির ও মাহমুদউল্লাহ। নিয়ম অনুযায়ী বিপিএলের ছয় ফ্র্যাঞ্চাইজি একজন করে আইকন ক্রিকেটার দলে নিতে পারবে।

কুমিল্লা বাদে বাকি পাঁচ ফ্র্যাঞ্চাইজি (ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, রংপুর ও সিলেট) সাকিব আল হাসানকে দলে ভেড়াতে চাইছে। বিসিবি সূত্র বলছে, ফ্র্যাঞ্চাইজিদের আগ্রহের পরিপ্রেক্ষিতে সাকিব আল হাসানকে নিলামেও ওঠাতে পারে বিপিএলের আয়োজকরা! আগামী ২৬ অক্টোবর নিলাম অনুষ্ঠিত হবে। তবে বিষয়টি এখনো নিশ্চিত নয়। শেষ পর্যন্ত নিলাম না হলে বিসিবি সভাপতির হস্তক্ষেপে সাকিব আল হাসান দল পাবেন।

এর আগে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ড. ইসমাইল হায়দার মল্লিক জানিয়েছিলেন, সাকিব আল হাসান খেলবেন ঢাকা ডাইনামাইটসে। এ ছাড়া তামিম ইকবাল চট্টগ্রাম কিংস, নাসির হোসেন রংপুর রাইডার্স, মাশরাফি বিন মুর্তজা কুমিল্লা ভিক্টোরিয়ান্স, মাহমুদউল্লাহ রিয়াদ বরিশাল বুলস ও মুশফিকুর রহিম সিলেট বার্নাসের হয়ে খেলবেন।

আগামী ২৬ অক্টোবর দেশি ১১৬ ও বিদেশি ১৯৬ ক্রিকেটারের নিলাম অনুষ্ঠিত হবে। ২০ নভেম্বর টুর্নামেন্টের পর্দা উঠবে। ম্যাচ শুরু হবে ২২ নভেম্বর থেকে। ১৫ ডিসেম্বর ফাইনাল অনুষ্ঠিত হবে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের পাশাপাশি বন্দরনগরী চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেও হবে বিপিএলের ম্যাচ ।

এই সংক্রান্ত আরো সংবাদ

মুস্তাফিজের প্রশংসায় পঞ্চমুখ ওয়াসিম আকরাম

টি-টোয়েন্টি ক্রিকেটে দুর্দান্ত বোলার মুস্তাফিজুর রহমান। কাটার, স্লোয়ারে প্রতিপক্ষের ব্যাটারদেরবিস্তারিত পড়ুন

দিয়াগো কস্তার বীরত্বে কোয়ার্টার ফাইনালে উঠল পর্তুগাল

অতিরিক্ত সময়ে পেনাল্টি পেয়েও ব্যর্থ হন দলের সেরা তারকা ক্রিস্তিয়ানোবিস্তারিত পড়ুন

শান্তর অধিনায়কত্ব নিয়ে বিসিবি যা ভাবছে

চলতি বছরের ফেব্রুয়ারিতে সব ফরম্যাটের জন্য বাংলাদেশ দলের নেতৃত্ব পানবিস্তারিত পড়ুন

  • চিলিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা
  • প্রথমবার বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা
  • অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিতে আফগানিস্তান
  • সেমিফাইনাল নিশ্চিতের মিশনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে ইংল্যান্ড
  • আবারও বৃষ্টিতে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
  • বৃষ্টির পর অস্ট্রেলিয়া শিবিরে রিশাদের জোড়া আঘাত
  • টি-টোয়েন্টি বিশ্বকাপে ছক্কা হাঁকানোর তালিকায় সেরা দশে হৃদয়
  • টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটএ বাংলাদেশের ম্যাচ
  • আফগানিস্তানকে বিশাল ব্যবধানে হারালো ওয়েষ্ট ইন্ডিজ
  • নেপালকে হারিয়ে সুপার এইটে বাংলাদেশ
  • অস্ট্রেলিয়ার জয়ে ইংল্যান্ড সুপার এইটে
  • বিশ্বকাপে একমাত্র ক্রিকেটার হিসেবে যে রেকর্ড গড়লেন সাকিব