শনিবার, জুলাই ২৭, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

শেখ কামাল স্বর্ণপদক সাকিবসহ ৬ জন পেলেন !

শেখ কামাল স্বর্ণপদকে ভূষিত হয়েছেন ছয় ক্রীড়া ব্যক্তিত্ব। আজ বুধবার রাজধানীর ধানমণ্ডিতে আবাহনী লিমিটেড আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছয়জনের হাতে স্বর্ণপদক তুলে দেন। বার্তা সংস্থা বাসস জানিয়েছে, আবাহনী লিমিটেডের প্রতিষ্ঠাতা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামালের ৬৬তম জন্মবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে আবাহনী লিমিটেড।

শেখ কামাল স্বর্ণপদকে ভূষিত হয়েছেন ক্রিকেটে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, জাতীয় ফুটবল দলের অধিনায়ক মামুনুল ইসলাম, জাতীয় হকি দলের গোলরক্ষক অসীম কুমার গোপ। ক্রীড়া সংগঠক হিসেবে স্বর্ণপদক পেয়েছেন আবাহনী ক্লাবের সাবেক সভাপতি শামসুল ইসলাম খান (মরণোত্তর), আবাহনীর পরিচালক কাজী আনিস আহমেদ এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘স্বাধীনতার পর ধানমণ্ডি এলাকার যুবসমাজকে ক্রীড়া ও সংস্কৃতিমনস্ক করে গড়ে তোলার লক্ষ্যে শেখ কামাল আবাহনী ক্রীড়া চক্র প্রতিষ্ঠা করে।’ তিনি আরো বলেন, ‘১৯৭৫ সালের ৩১ জুলাই জার্মানি যাওয়ার সময় আমি শেখ কামালকে জিজ্ঞেস করি তাঁর কী প্রয়োজন। জবাবে সে আবাহনীর খেলোয়াড়দের জন্য এডিডাস বুট আনতে বলে।’ এসব কথা বলার সময় শেখ কামালের বড় বোন শেখ হাসিনার কণ্ঠ বাকরুদ্ধ হয়ে আসে। তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।

প্রধানমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু ও শেখ কামাল শহীদ হওয়ার পর টিকে থাকার জন্য আবাহনী ক্লাবকে বহু ঝড় ও কঠিন সময়ের মোকাবিলা করতে হয়েছে। ১৯৭৫ সালের বর্বরোচিত ঘটনার পর এই ক্লাবকে কেউই ছেড়ে যায়নি। তাঁদের ত্যাগ ও একনিষ্ঠতায় ক্লাব বেঁচে ছিল।’

এ প্রসঙ্গে শেখ হাসিনা দুঃসময়ে ক্লাবের পাশে দাঁড়ানোর জন্য এর কর্মকর্তা, খেলোয়াড় ও আবাহনী সমর্থকগোষ্ঠীকে ধন্যবাদ জানান। ধানমণ্ডি মাঠে শেখ কামাল স্পোর্টস কমপ্লেক্স পরিকল্পনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘এর ফলে এ এলাকার জনগণের জীবনে পরিবর্তন আসবে।’ তিনি বলেন, ‘এ কমপ্লেক্স নির্মাণের ফলে জনগণের সুন্দর জীবন-যাপনের বিশেষ সুযোগ সৃষ্টি হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘এ কমপ্লেক্সে নারী ও শিশুদের জন্য সবধরনের খেলাধুলার সুযোগ থাকছে। এ ছাড়া শরীর চর্চারও চমৎকার ব্যবস্থা থাকছে।’ তিনি আরো বলেন, ‘এটি একটি বিশাল পরিকল্পনা ও ব্যয়বহুল প্রকল্প হলেও যাঁরা আবাহনীকে ভালোবাসেন তাঁরা এগিয়ে এলে এর নির্মাণে কোনো সমস্যা হবে না।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবাহনীর ক্লাব পরিচালনা বোর্ডের চেয়ারমান সালমান এফ রহমান। আলোচনা সভায় বক্তব্য দেন ক্লাবের পরিচালক ও সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস, ক্লাবের পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু ও হারুন-অর রশিদ, শেখ কামাল স্পোর্টস কমপ্লেক্সের চেয়ারম্যান ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি সংসদ সদস্য নাজমুল হাসান পাপন এবং আবাহনী সমর্থকগোষ্ঠীর সভাপতি মীর নিজামউদ্দিন আহমদ।

এই সংক্রান্ত আরো সংবাদ

মুস্তাফিজের প্রশংসায় পঞ্চমুখ ওয়াসিম আকরাম

টি-টোয়েন্টি ক্রিকেটে দুর্দান্ত বোলার মুস্তাফিজুর রহমান। কাটার, স্লোয়ারে প্রতিপক্ষের ব্যাটারদেরবিস্তারিত পড়ুন

দিয়াগো কস্তার বীরত্বে কোয়ার্টার ফাইনালে উঠল পর্তুগাল

অতিরিক্ত সময়ে পেনাল্টি পেয়েও ব্যর্থ হন দলের সেরা তারকা ক্রিস্তিয়ানোবিস্তারিত পড়ুন

শান্তর অধিনায়কত্ব নিয়ে বিসিবি যা ভাবছে

চলতি বছরের ফেব্রুয়ারিতে সব ফরম্যাটের জন্য বাংলাদেশ দলের নেতৃত্ব পানবিস্তারিত পড়ুন

  • চিলিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা
  • প্রথমবার বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা
  • অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিতে আফগানিস্তান
  • সেমিফাইনাল নিশ্চিতের মিশনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে ইংল্যান্ড
  • আবারও বৃষ্টিতে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
  • বৃষ্টির পর অস্ট্রেলিয়া শিবিরে রিশাদের জোড়া আঘাত
  • টি-টোয়েন্টি বিশ্বকাপে ছক্কা হাঁকানোর তালিকায় সেরা দশে হৃদয়
  • টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটএ বাংলাদেশের ম্যাচ
  • আফগানিস্তানকে বিশাল ব্যবধানে হারালো ওয়েষ্ট ইন্ডিজ
  • নেপালকে হারিয়ে সুপার এইটে বাংলাদেশ
  • অস্ট্রেলিয়ার জয়ে ইংল্যান্ড সুপার এইটে
  • বিশ্বকাপে একমাত্র ক্রিকেটার হিসেবে যে রেকর্ড গড়লেন সাকিব