সাকিবের উপর তামিমের মধুর প্রতিশোধ!
তামিম ইকবাল ও সাকিব আল হাসান একে-অপরের প্রাণপ্রিয় বন্ধু হলেও তাদের মাঝে নিরব প্রতিদ্বন্দ্বিতা চলতে থাকে। তারা সবসময় একে-অপরকে ছাড়িয়ে যাবার চেষ্টায় মেতে থাকে। যেখানে সাকিব অনেক আগে তামিমকে হারিয়েছে, সেখানে গত রবিবার শেষ হাসি তামিম হাসলেন।
গতকাল মাঠে নামার পূর্বে দুই বন্ধুর মাঝে কে আগে টি-টোয়েন্টি ফরম্যাটে ১০০০ রানের কৌটায় পৌঁছাবে সেই নিয়ে শুরু হয়েছিল প্রতিযোগিতা। তামিম শুধু এই প্রতিযোগিতায় জয়ী ই হয়নি সাথে সাথে প্রথম বাংলাদেশী হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফরম্যাটে সেঞ্চুরি করার ইতিহাসও তৈরি করেন। ওমানের বিরুদ্ধে তার অপরাজিত ১০৩ রানের ইনিংসটি ছিল খুবই দৃষ্টিনন্দন।
ওয়ান ডে ফরম্যাটে ৪০০০ রানের দৌড়ে তামিমকে পেছনে ফেলে সাকিব জয়ী হলেও টি-টোয়েন্টি ফরম্যাটে তামিমের কাছে হেরে গেলেন সাকিব। তবে কাল সাকিবও জ্বলে উঠেছিলেন। ব্যাট হাতে ৯ বলে ১৭ রান এবং বল হাতে সর্বোচ্চ চার উইকেট নিয়ে তিনিও ছিলেন উজ্জীবিত।
এই বিষয়ে তামিম বলেন, ‘আমি কোচকে ওয়াদা করেছিলাম যখন তিনি প্রশ্ন করেছিলেন কে সর্বপ্রথম সেঞ্চুরি করবে। সৌভাগ্যবশত আমি আমার ওয়াদা রাখতে পেড়েছি। আমি আরও অনেক ধরণের ওয়াদা করেছি যা এখনও সম্পন্ন করতে পারিনি। যাইহোক, আমি নিশ্চিত আমাদের কোচ হাথুরুসিং আজ অনেক খুশি এবং আমার প্রতিও অনেক খুশি কারণ আমি আমার কথা রাখতে পেড়েছি।’
এই সংক্রান্ত আরো সংবাদ

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন

আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার
ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের আজীবন সম্মাননা পেলেন ব্যাটিং কিংবদন্তি শচীনবিস্তারিত পড়ুন