সাকিব, মাশরাফিদের প্রেরণা মোসাদ্দেকের আত্মবিশ্বাসের ‘উৎস’
ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগে সাকিব আল হাসান ও তামিম ইকবালের সঙ্গে খেলেছেন মোসাদ্দেক হোসেন সৈকত।
জাতীয় দলে আসার পর মোসাদ্দেক পাশে পেয়েছেন মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদকে। তাদের কাছ থেকে পাওয়া প্রেরণাতেই আত্মবিশ্বাসী মোসাদ্দেক। সেই আত্মবিশ্বাসেই ২২ গজের ক্রিজে মাঠ মাতাচ্ছেন তিনি। গতকাল রংপুর রাইডার্সের বিপক্ষে ২৮ বলে মোসাদ্দেক খেলেছেন ৪৮ রানের ইনিংস। দলীয় ইনিংসের শেষ দুটি বল ডট না হলে নিশ্চিত বিপিএলে টানা দ্বিতীয় হাফসেঞ্চুরির স্বাদ পেতেন ঢাকা ডায়নামাইটসের বিস্ফোরক এ ব্যাটসম্যান। ২৮ বলে ৭ চার ও ২ ছক্কায় ৪৮ রানের ইনিংসটি সাজান মোসাদ্দেক।
নিজেদের ইনিংস নিয়ে মোসাদ্দেক বলেন,‘প্রিমিয়ার লিগ ও জাতীয় দলের আত্মবিশ্বাস বিপিএলে প্রয়োগ করছি। হাফসেঞ্চুরি পাইনি বলে খারাপ লাগছে না। কারণ আমার ইনিংস দলের কাজে এসেছে। আত্মবিশ্বাস নিয়ে ব্যাটিং করছিলাম। নিজের স্ট্রং জোনে বল পেয়েছি বলে মেরে দিয়েছি।’
আত্মবিশ্বাসের কথা উঠতেই নিজের আত্মবিশ্বাসের উৎসের কথা জানিয়ে মোসাদ্দেক বলেন, ‘শেষ প্রিমিয়ার লিগ থেকে জাতীয় দল হয়ে এখন পর্যন্ত যাদের সঙ্গে খেলেছি তারা সবাই স্টার ক্রিকেটার। আমি বিশ্বের সেরা ক্রিকেটারদের পেয়েছি আমার পাশে। তাদের সঙ্গে খেলার কারণে আত্মবিশ্বাসের লেভেল অনেক উচুঁ থাকে। তাদের প্রেরণাতেই আমার আত্মবিশ্বাসের লেভেল এ জায়গায়।’
এই সংক্রান্ত আরো সংবাদ
আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
চেন্নাই টেস্টে ভারতের দেওয়া পাহাড়সম ৫১৫ রানের লক্ষ্যে ব্যাট করতেবিস্তারিত পড়ুন
খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
রাওয়ালপিণ্ডিতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে ব্যস্ত পাকিস্তানি ফাস্ট বোলার শাহিনবিস্তারিত পড়ুন
বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
সাম্প্রতিক ভয়াবহ বন্যায় দুর্গত মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যেবিস্তারিত পড়ুন