সাত বছরের শিশুকে ধর্ষণ: ধর্ষককে গণপিটুনি
গাজীপুরের শ্রীপুরে খেলার মাঠ থেকে সহপাঠীদের সামনে থেকে তুলে নিয়ে সাত বছর বয়সী শিশুছাত্রীকে ধর্ষণ করেছে এক সন্ত্রাসী। টের পেয়ে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে গজারিবনের ভেতর থেকে ধর্ষকের বাবা ধর্ষিত ওই শিশুকে উদ্ধার করেছে। এতে ক্ষিপ্ত হয়ে ধর্ষক তার বৃদ্ধ বাবাকে বেদম মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের নারায়ণপুর গ্রামে ঘটনাটি ঘটে।
ধর্ষিত শিশু স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। ধর্ষক আনোয়ার হোসেন (৩৫) ওই গ্রামের কৃষক আবদুস সালামের ছেলে। আনোয়ার হোসেন কুখ্যাত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী বলে জানা গেছে। শুকবার সন্ধ্যায় ঘটনা জানাজানি হলে গ্রামবাসী বিক্ষুব্ধ হয়ে ওঠে। ক্ষুব্ধ জনতা আনোয়ার হোসেনকে ধরে বেদম মারধোর কর।
স্বজনরা জানায়, ২০১০ সালে শিশুটির বাবা মারা গেছে। এরপর অন্যের বাড়ি ঝিয়ের কাজ করে ওই শিশুকে পড়ালেখা করাচ্ছিল তার মা। গতকালও তার মা প্রতিবেশীর বাড়ি ঝিয়ের কাজে ব্যস্ত ছিল। বিকেল তিনটার দিকে বাড়ির পাশে খেলার মাঠে গিয়ে সহপাঠীদের সঙ্গে খেলছিল শিশুটি।
সহপাঠীরা জানায়, খেলার মাঠে গিয়ে শিশুটিকে কাছে ডেকে নেয় আনোয়ার। তারা কিছু বুঝে ওঠার আগেই কোলে তুলে আনোয়ার দৌড় দিলে শিশুটি চিৎকার দেয়। পরে তার মুখ চেপে ধরে পশ্চিমে গজারিবনের দিকে চলে যায়। তারা তাৎক্ষণিক কাউকে না পেয়ে আনোয়ার হোসেনের বাবা আবদুস সালামকে ঘটনা জানায়।
আবদুস সালাম জানান, শিশুদের কাছে জেনে তিনি ছুটে গিয়ে আধা কিলোমিটার দূরে গজারিবনের ভেতর থেকে ওই শিশুকে উদ্ধার করেছেন। তবে তাঁর ছেলে শিশুটিকে ধর্ষণ করেছে কিনা তা তিনি জানেন না বলে জানিয়েছেন।
প্রতিবেশীরা জানায়, শিশুকে উদ্ধার করায় আনোয়ার হোসেন বাড়ি ফিরে তার বৃদ্ধ বাবা আবদুস সালামকে বেদম মারধর করেছে। তবে মারধরের ঘটনা জানতে চাইলে বৃদ্ধ আবদুস সালাম কান্নায় ভেঙে পড়ে বলেন, ‘সবই আমার কপালে ছিল’।
শিশুটির মা জানান, গজারিবনের ভেতর নিয়ে তার শিশু মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করেছে আনোয়ার। রক্তাক্ত অবস্থায় উদ্ধারের পর তার মেয়ে ঘটনা প্রকাশ করে বেহুঁশ হয়ে পড়ে।
গোসিংগা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান খন্দকার আসাদুজ্জামান বলেন, ‘শিশু ধর্ষণের ঘটনা জানাজানি হলে কয়েক গ্রামের হাজারো মানুষ বিক্ষুব্ধ হয়ে ধর্ষককে ধরে গণপিটুনি দিয়েছে।
শ্রীপুর থানার দ্বিতীয় কর্মকর্তা (সেকেন্ড অফিসার) এসআই হেলাল উদ্দিন বলেন, (গতকাল) সন্ধ্যা সাড়ে ৬টায় ধর্ষককে গ্রেপ্তারের জন্য পুলিশ পাঠানো হয়েছে। তবে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত পুলিশ ঘটনাস্থল পৌঁছেনি।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
নিজস্ব প্রতিবেদক : নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ এলাকায় কোটা আন্দোলনকারী সংগঠকবিস্তারিত পড়ুন
সকাল থেকে ঢাকায় বৃষ্টি
ঢাকায় অফিস শুরুর ঠিক আগ মুহূর্তে নামা ঝুম বৃষ্টিতে নগরবাসীবিস্তারিত পড়ুন
রাজধানীতে পৃথক ঘটনায় দুই নারীর আত্মহত্যা
রাজধানীর বনানী ও ভাটারায় পৃথক ঘটনায় দুই নারীর ঝুলন্ত মরদেহবিস্তারিত পড়ুন