সাদা চাদর শরীরে জড়ানো খাদিজার ছবি ফেসবুকে
সাদা চাদর শরীরে জড়ানো। ব্যান্ডেজ দেওয়া বাম হাতটা তার ওপর, আরেক হাত চাদরের ভেতর। মাথায় স্কার্ফ, কপালের পুরো অংশ ঢাকা। সিলেটের কলেজছাত্রী খাদিজা আক্তার নার্গিস হাসপাতালে বিছানায় বসেছেন।
আজ শুক্রবার খাদিজার ভাই শাহীন তাঁর একটি ছবি ফেসবুকে প্রকাশ করেছেন। এতে খাদিজার সার্বিক অবস্থা জানা যায়।
গত ৩ অক্টোবর সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে সরকারি এম সি কলেজ ক্যাম্পাসে চাপাতি দিয়ে উপর্যুপরি কুপিয়ে জখম করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসম্পাদক বদরুল আলম। আশঙ্কাজনক অবস্থায় খাদিজাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার উন্নতি না হওয়ায় পরের দিন খাদিজাকে স্কয়ার হাসপাতালে নিয়ে আসা হয়। এর পর থেকে খাদিজাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। পরে খুলে ফেলা হয়।
ঘটনার দিনই খাদিজার ওপর হামলার ঘটনার সময় উপস্থিত লোকজন বদরুলকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় বদরুলকে একমাত্র আসামি করে মামলা করেন খাদিজার চাচা। বদরুল খাদিজাকে হত্যার চেষ্টার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। বর্তমানে তিনি কারাগারে।
এই সংক্রান্ত আরো সংবাদ

সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন

সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
নিজস্ব সংবাদদাতা: শীর্ষস্থানীয় জঙ্গিবাদী সংগঠন জামাতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এরবিস্তারিত পড়ুন

সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত
দ্বিতীয় দফার বন্যায় সিলেট অঞ্চলে সাত লক্ষাধিক মানুষ এখনও পানিবন্দি।বিস্তারিত পড়ুন