সানি লিওনকে যেভাবে বিরক্ত করেছেন?
স্পিটসভিলা ৮-এর এক প্রতিযোগী পরস ছাবড়া বিরক্ত করেছেন বলিউড অভিনেত্রী সানি লিওনকে?
এমনই গুজব ছড়িয়েছে টিনসেল টাউনে। উল্লেখ্য, স্পিটসভিলার অন্যতম সঞ্চালিকা সানি। একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত মরশুমের স্পিটভিলার বিজয়ী পরস নাকি সানিকে বারবার বিরক্ত করেছেন।
শ্যুটিং চলাকালে টিভি অভিনেত্রী সারা খানের প্রাক্তন বয়ফ্রেন্ড পরস নাকি নিম্নমানের কৌতুক করে সানিকে মনোযোগ আকর্ষণের চেষ্টা করেন। প্রাক্তন পর্ন স্টার সানি প্রথমে ওই সব উপেক্ষা করার চেষ্টা করেন। কিন্তু পরে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। সানি অনুষ্ঠানের কর্তাব্যক্তিদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলতে বাধ্য হন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, সানির সঙ্গে প্রায় সব সময়ই থাকেন তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবার। তাই তাঁর সঙ্গে ঝামেলায় জড়ানোর সাহস কারুর হয় না। কিন্তু পরসের নাকি সানির কাছাকাছি আসার চেষ্টায় লাগাম পড়েনি। তাই বিরক্ত হয়ে স্পিটসভিলার লঞ্চ অনুষ্ঠানে পরসকে না ডাকার কথা বলেন প্রোডাকশন হাউসকে।
পরস অবশ্য যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন, স্পিটসভিলার লঞ্চ অনুষ্ঠানে তাঁকে ডাকা হয়েছিল। কিন্তু অসুস্থতার জন্য যেতে পারেননি।
এই সংক্রান্ত আরো সংবাদ
ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন
অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন
৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন