সানি লিওনের ওপরে রেগে গেলেন অক্ষয় কুমার
সানি লিওনের জনপ্রিয়তা কি কমে গেল? নিশ্চয়ই ভাবছেন সানির কেরিয়ারের মধ্যগগনে কেন এই প্রশ্ন? প্রাক্তন এই পর্ন তারকাকে ছবিতে নিয়ে যখন কোটি কোটি টাকার ব্যবসা করছে বলিউড, সেখানে তাঁর জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন উঠছে কেন?
কারণটা অক্ষয় কুমার এবং তাঁর নতুন ছবি ‘সিং ইজ ব্লিং’। ছবির জনপ্রিয়তা বাড়াতে যখন সানির শরীরী আবেদনকেই ব্যবহার করেন অধিকাংশ পরিচালক-প্রযোজক, ঠিক তখনই বলিউডে ঘটল উলটপূরাণ। অক্ষয় কুমার এবং অ্যামি জ্যাকসন অভিনীত আসন্ন ছবি ‘সিং ইজ ব্লিং’এ সানির স্ক্রিন প্রেজেন্সের কথা ছবির প্রচারে এক রকম অস্বীকারই করলেন অক্ষয়। বরং সানির প্রসঙ্গ উঠতে বেশ রেগেই গেলেন তিনি!
ঠিক কী ঘটেছিল? অক্ষয়ের কাছে জানতে চাওয়া হয়, এই ছবিতে সানিকে ক্যামিও চরিত্রে নেওয়ার জন্য কী ভাবনা কাজ করেছিল? জবাবে তিনি বলেন, ‘‘সানিকে ছবিতে নেওয়ার কথা আমি ভাবিনি। সানি কি নিজেই বলে বেড়াচ্ছে ও এই ছবিতে রয়েছে?’’ প্রশ্ন ওঠে, সানি লিওনকে কি এই ছবিতে দেখা যাবে? উত্তরে রেগে গিয়ে অক্ষয় বলেন, ‘‘সেটা জানতে গেলে আপনাকে ছবিটা দেখতে হবে।’’ ছবির প্রযোজকদের তরফে জানানো হয়, ছবিতে একটি মাত্র দৃশ্যে দেখা যাবে সানিকে।
তা হলে প্রচারে কেন সানির নাম করলেন না অক্ষয়? কেন সানির নাম উঠতেই রেগে গেলেন তিনি? প্রচারে সানি তাঁর থেকে বেশি গুরুত্ব পান, তা কি চাননি অক্ষয়? সানির জনপ্রিয়তায় কোথাও অস্বস্তি হচ্ছে তাঁর? এই ঘটনা ঘিরে এমনই নানা প্রশ্ন উঠছে বলিউডের অন্দরে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন
অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন
৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন