সানি লিওন এখনও প্রাপ্তবয়স্কদের জন্য!
সাবেক পর্নো তারকা সানি লিওনের বর্তমান পরিচয় তিনি বলিউড অভিনেত্রী। পর্নো জগত ছেড়ে বিগত ২-৩ বছর ধরে তিনি বলিউডে অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত হতে ব্যাপক চেষ্টা করে যাচ্ছেন।
কিন্তু অ্যাডাল্ট স্টার ইমেজটা সানি লিয়নের ঘাড় থেকে নামছেই না। তাই তো তাঁর ছবি ‘মাস্তিজাদে’ দীর্ঘদিন নাকানি-চুবানি খেয়ে অবশেষে আলোর দেখা পেল। মিলাপ জাভেরির পরিচালনায় নির্মিত এ ছবিটির ছাড়পত্র দিল ভারতের সেন্সর বোর্ড। তবে সেটাকে চলতে হবে ‘প্রাপ্তবয়স্কদের জন্য’ সিল নিয়ে।
এতেই খুশি জাভেরি ও তাঁর দল। যে দলের মধ্যমণি হয়ে আছেন সানি লিওন। উচ্ছ্বসিত মিলাফ জাভেরি ভারতীয় এক গণমাধ্যমকে জানালেন, ‘এবার ভালোয় ভালোয় মুক্তির দিনক্ষণ ঠিক করতে পারলেই হয়। যারা এর আগে গ্র্যান্ড মাস্তি দেখেছিলেন, আশা করি এবার মাস্তিজাদে’তে তাঁদের বিনোদনটা দ্বিগুণ হবে।’ সানি লিওনের পাশাপাশি এ ছবিতে আছেন তুষার কাপুর, বীর দাস ও সুরেশ মেনন।
এদিকে সম্প্রতি ভারতীয় একটি পত্রিকাকে বলিউডের এক সুপারস্টার জানিয়েছেন, ‘আমি সানির সঙ্গে সিনেমা করতেই পারি। কিন্তু দিনের শেষে আমাকে বাড়ি যেতে হয়। আমাকে আমার স্ত্রী সানির সঙ্গে সিনেমা করতে মানা করেছেন।
বলিউডে এখন পর্যন্ত সানির যেসব সিনেমা মুক্তি পেয়েছে, তাতে কোনো প্রথম সারির অভিনেতা ছিলেন না। এর আগে একটি সাক্ষাৎকারে সানি জানিয়েছিলেন, ‘স্ত্রীরা নিরাপত্তাহীনতায় ভোগেন যদি আমি তাঁদের স্বামীর সঙ্গে কাজ করি।’ এবার এই নাম প্রকাশে অনিচ্ছুক সুপারস্টারের বক্তব্যের পর সানির সেই উক্তির প্রমাণ মিলল।
এই সংক্রান্ত আরো সংবাদ
ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন
অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন
৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন