সান্ত্বনার জয়ও পাওয়া হলো না বাংলাদেশের নারীদের

সান্ত্বনার জয়ও পাওয়া হলো না বাংলাদেশের নারী দলের। আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে খালি হাতেই ফিরতে হচ্ছে তাদের। বৃস্পতিবার গ্রুপ পর্বে পাকিস্তান নারী দলের বিরুদ্ধে নিজেদের শেষ ম্যাচে ৯ উইকেটে হেরেছে জাহানারা আলমরা।
এদিন দিল্লির ফিরোজ শাহ কোটলায় অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের নারীদের দেয়া ১১৪ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ১৬.৩ ওভারে ১ উইকেট হারিয়ে জয় পায় পাকিস্তানের নারীরা।
দলের পক্ষে নাহিদা খান ১০, সিদ্রা আমিন ৫৩* ও বিসমাহ মারুফ ৪৩* রান সংগ্রহ করেন। বাংলাদেশ নারী দলের পক্ষে সালমা খাতুন ১টি উইকেট লাভ করেন।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১৩ রান সংগ্রহ করে বাংলাদেশ নারী দল। দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন ফারজানা হক। দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান করেন শারমিন আখতার।
পাকিস্তান নারী দলের পক্ষে আনাম আমিন ২টি, আসমাভিয়া ইকবাল ২টি ও সানা মীর ১টি করে উইকেট নেন। চারজন রান আউট হন।
গ্রুপ ‘বি’র খেলায় এর আগে ভারত, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ নারী দলের বিরুদ্ধে হারে বাংলাদেশ নারী দল।
এই সংক্রান্ত আরো সংবাদ

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন

আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার
ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের আজীবন সম্মাননা পেলেন ব্যাটিং কিংবদন্তি শচীনবিস্তারিত পড়ুন