সার্ক সম্মেলন বর্জনের কারণ ভারত ও বাংলাদেশের ক্ষেত্রে ভিন্ন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পাকিস্তানে সার্ক সম্মেলন বর্জনের কারণ ভারত ও বাংলাদেশের ক্ষেত্রে ভিন্ন। তিনি বলেন, ৭১’এর মানবতাবিরোধী অপরাধের বিচারপ্রক্রিয়া নিয়ে পাকিস্তানের চলমান সমালোচনা ওই সম্মেলন থেকে বাংলাদেশের সরে আসার অন্যতম একটি কারণ।
ভারতের ‘দ্য হিন্দু’ পত্রিকায় দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী এ কারণ তুলে ধরেন।
ব্রিকস-বিমসটেক সম্মেলনে অংশ নিতে আসন্ন ভারত সফরের আগে সাক্ষাৎকারটি দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে দেওয়া ওই সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের উরিতে সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের সার্ক সম্মেলন থেকে ভারত সরে দাঁড়িয়েছে।
কিন্তু বাংলাদেশের জন্য কারণটা পুরোই আলাদা।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সরে আসার প্রধান কারণ মানবতাবিরোধী অপরাধের বিচারপ্রক্রিয়া নিয়ে পাকিস্তানের ভিত্তিহীন সমালোচনা। ওই বিচারে জামায়াতে ইসলামীর প্রায় এক ডজন নেতা একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত হয়েছেন।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘পাকিস্তানের সঙ্গে সব কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার জন্য আমার ওপর ব্যাপক চাপ রয়েছে। কিন্তু আমি বলেছি, সম্পর্ক থাকবে। আমরা পারষ্পারিক বিরোধ মীমাংসা করে নেবো।’
সূত্র : দ্য হিন্দু।
এই সংক্রান্ত আরো সংবাদ
৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন
নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন
যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে জানালা দিয়েবিস্তারিত পড়ুন













