সার্ক সম্মেলন বর্জনের কারণ ভারত ও বাংলাদেশের ক্ষেত্রে ভিন্ন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পাকিস্তানে সার্ক সম্মেলন বর্জনের কারণ ভারত ও বাংলাদেশের ক্ষেত্রে ভিন্ন। তিনি বলেন, ৭১’এর মানবতাবিরোধী অপরাধের বিচারপ্রক্রিয়া নিয়ে পাকিস্তানের চলমান সমালোচনা ওই সম্মেলন থেকে বাংলাদেশের সরে আসার অন্যতম একটি কারণ।
ভারতের ‘দ্য হিন্দু’ পত্রিকায় দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী এ কারণ তুলে ধরেন।
ব্রিকস-বিমসটেক সম্মেলনে অংশ নিতে আসন্ন ভারত সফরের আগে সাক্ষাৎকারটি দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে দেওয়া ওই সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের উরিতে সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের সার্ক সম্মেলন থেকে ভারত সরে দাঁড়িয়েছে।
কিন্তু বাংলাদেশের জন্য কারণটা পুরোই আলাদা।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সরে আসার প্রধান কারণ মানবতাবিরোধী অপরাধের বিচারপ্রক্রিয়া নিয়ে পাকিস্তানের ভিত্তিহীন সমালোচনা। ওই বিচারে জামায়াতে ইসলামীর প্রায় এক ডজন নেতা একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত হয়েছেন।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘পাকিস্তানের সঙ্গে সব কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার জন্য আমার ওপর ব্যাপক চাপ রয়েছে। কিন্তু আমি বলেছি, সম্পর্ক থাকবে। আমরা পারষ্পারিক বিরোধ মীমাংসা করে নেবো।’
সূত্র : দ্য হিন্দু।
এই সংক্রান্ত আরো সংবাদ
দেশে রোলস রয়েস ১২টি, ছয় মাসে এসেছে আটটি
বিশ্বের সবচেয়ে অভিজাত গাড়ি বলা হয় রোলস রয়েসকে। তবে একটাবিস্তারিত পড়ুন
শফিকুল আলম: আন্তর্জাতিক গণমাধ্যমে সংখ্যালঘু ইস্যু অন্যায্যভাবে উপস্থাপন করা হচ্ছে
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, “বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুবিস্তারিত পড়ুন
ভারতীয় পণ্য বর্জনের ডাক দিলো হিন্দু, বৌদ্ধ -খ্রিষ্টান ছাত্র যুব ফ্রন্ট
ভারতের বিরুদ্ধে সনাতন ধর্মের নাম ভাঙ্গিয়ে বাংলাদেশে বিশৃঙ্খলা ও ধর্মীয়বিস্তারিত পড়ুন