সালমান খানের প্রেমে পড়েছিলাম : শখ
আনিকা কবির শখ। একাধারে তিনি নৃত্যুশিল্পী, মডেল ও অভিনেত্রী। আজ আমরা জানব, প্রিয় এই তারকার জীবনের প্রথম উল্লেখযোগ্য কিছু ঘটনা।
প্রথম স্কুল
ঢাকার গেণ্ডারিয়ায় ছিল। স্কুলের নাম কচি-কাঁচা বিদ্যানিকেতন।
প্রথম শিক্ষক
আমার বাবা-মা। তারপর যদি স্কুলের কোনো শিক্ষকের নাম বলি তাহলে বলব শ্রাবণী মিস। মিস দেখতে অনেক অনেক সুন্দর ছিলেন। আমি মিসের জন্য পাগল ছিলাম।
প্রথম পারিশ্রমিক
এক লাখ টাকা। প্রথম বিজ্ঞাপনের কাজ করে এই টাকাটা পেয়েছিলাম। তখন আমি ক্লাস সেভেনে পড়তাম। বাবা-মায়ের প্রতি খুব ছোটবেলা থেকেই আমি নির্ভরশীল। টাকাটা দিয়ে আমি নিজে কিছু করিনি। আব্বু-আম্মুকে টাকাটা দিয়েছিলাম। খুব ছোট ছিলাম তাই আমার কাছে মনে হয়েছিল এটা আমার অনেক বড় অর্জন।
প্রথম দেখা চলচ্চিত্র
‘কুছ কুছ হোতা হ্যায়’। ছবিতে রানি মুখার্জির অভিনয় আমার অনেক ভালো লেগেছিল।
প্রথম দেওয়া সাক্ষাৎকার
ভোরের কাগজ পত্রিকায় প্রথম সাক্ষাৎকার দিয়েছিলাম।
বিলবোর্ডে নিজের প্রথম ছবি
আমার প্রথম বিলবোর্ড ছিল সানসিল্ক ব্র্যান্ডের। আমার চুল অনেক বড় ছিল। আমি যখন খবর পেলাম আমার বিলবোর্ড শহরে দেখা যাচ্ছে, তখন খুব ভালো লেগেছিল। শেরাটনের পাশেই আমাদের বাসা। বাসা থেকে বের হতেই দেখেছিলাম আশপাশে আমারই চারটা বিলবোর্ড। আমি এই অনুভূতি এখন ভাষায় প্রকাশ করতে পারব না। কারণ একেই তো আন্তর্জাতিক একটি পণ্যের মডেল হওয়ার সুযোগ হয়েছিল। আবার সেই সঙ্গে পুরো বাংলাদেশে ছড়িয়ে গিয়েছিল আমার ছবির বিলবোর্ড। এটা সত্যি আমার জীবনে স্মরণীয় একটি ঘটনা হয়ে থাকবে।
প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানোর অভিজ্ঞতা
আমি ক্যামেরার সামনে কখনোই নার্ভাস ছিলাম না। বিটিভির নতুন কুঁড়ি প্রতিযোগিতা অনুষ্ঠানে নাচের জন্য ক্যামেরার সামনে আমি প্রথম পারফর্ম করেছিলাম।
প্রথম পড়া বই
কমিকস বই। সাকা ও সাবু চরিত্র দুটি আমার অনেক পছন্দের ছিল।
প্রথম প্রেম
সালমান খান। ছোটবেলায় আমি এই বলিউডের নায়কের প্রেমে পড়েছিলাম। তাঁকে দেখে আমি একা একা হাসতাম। তাঁর প্রত্যেকটা ছবি আমি দেখতাম। মাধুরীকেও আমার অনেক ভালো লাগত।
এই সংক্রান্ত আরো সংবাদ

এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
রাজধানী ঢাকার সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ হত্যাচেষ্টারবিস্তারিত পড়ুন

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন