শনিবার, জুলাই ২৭, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

সালাহ উদ্দিনের শারীরিক অবস্থা ভালো নেই

ভারতের শিলংয়ে নজরদারিতে থাকা বিএনপির যুগ্মমহাসচিব সালাহউদ্দিন আহমেদ মানসিক ও শারীরিকভাবে ভালো নেই। দীর্ঘ দিন ধরে তিনি কিডনি সমস্যায় ভুগছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন তার স্ত্রী হাসিনা আহমেদ। এছাড়া দীর্ঘদিন দেশ ও পরিবারের কাছ থেকে দূরে থাকায় মানসিকভাবে নিরাসক্ত আর বিষন্নও হয়ে পড়েছেন বলেও জানা গেছে। সালাহউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ কোরবানির ঈদের সময় শিলংয়ে ছিলেন। এখন ঢাকায় তিনি। সালাহউদ্দিনের শারীরিক অবস্থা সম্পর্কে বলেন, “উনি ভালো নেই। কিডনিতে সমস্যা দেখা দিয়েছে। চিকিৎসা চলছে।” খুব তাড়াতাড়ি ফের শিলং যাবেন বলেও জানিয়েছেন হাসিনা আহমেদ। বিএনপি নেতৃত্বধীন ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচির মধ্যে গত ১০ মার্চ উত্তরার একটি বাসা থেকে নিখোঁজ হওয়ার ২ মাস ২ দিন পর গত ১১ মে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ের গলফ লিঙ্ক এলাকা থেকে উদ্ধার হন সালাহউদ্দিন। উদ্ধারের পর প্রথমদিকে শারীরিক ও মানসিকভাবে বেশ বিপর্যস্ত ছিলেন বিএনপির এই নেতা। মীমহ্যানস, সিভিল হাসপাতাল ও নেগ্রিমস হাসপাতালে নিবিড় চিকিৎসার পর এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেন তিনি। তবে এখনো তার চিকিৎসা চলছে। গত ৩ মে সালাহউদ্দিন আহমেদের বিরুদ্ধে ভারতীয় ‘ফরেনার্স অ্যাক্ট-৪৬’ এ দায়ের করা মামলার চার্জশিট দেওয়া হয়। পুলিশের পক্ষ থেকে মেঘালয় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে এ চার্জশিট জমা দেওয়া হয়। চার্জশিটে ফরেনার্স অ্যাক্টের ১৪ ধারা অনুযায়ী বৈধ ডকুমেন্ট ছাড়া অবৈধ অনুপ্রবেশের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। ৫ মে শিলংয়ের আদালত থেকে শর্ত সাপেক্ষে জামিন পান তিনি। হাসিনা আহমেদ জানান, মামলার কার্যক্রম চালানোর জন্য পারিবারিকভাবে এসপি মোহান্তকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আইনগত দিকগুলো দেখছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, সালাহউদ্দিন শিলংয়ের একটি ডুপ্লেক্স বাসা ভাড়া নিয়ে থাকেন। এতে তিনটি বেডরুম ছাড়াও আছে ড্রইং ও লিভিং রুম। সালাহউদ্দিনের আইনজীবী এসপি মোহান্ত ও শিলংয়ে বসবাসরত কয়েকজন বাংলাদেশি তাকে এ ডুপ্লেক্সটির বন্দোবস্ত করে দিয়েছেন। দলীয় সূত্রে জানা গেছে, শিলংয়ের বাইরে না যাওয়ার শর্তে জামিন পাওয়া সালাহউদ্দিনের এখন দিন কাটছে অনলাইনে বাংলাদেশের পত্রপত্রিকা, স্থানীয় পত্রপত্রিকা, বিভিন্ন দেশের জার্নাল ও বই পড়ে। তবে সাধারণত বাসা থেকে বাইরে বের হচ্ছেন না। ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী খাওয়া-দাওয়া করছেন। বাসাতেই খাবার রান্না হচ্ছে। এছাড়া তিনি যে শিলংয়েই আছেন, তা জানান দিতে সপ্তাহে একদিন আদালতে হাজিরা দিতে হচ্ছে। স্ত্রী হাসিনা আহমেদ এবং কক্সবাজার থেকে যাওয়া নিকট আত্মীয়-স্বজনরাই সালাহউদ্দিন আহমেদের সঙ্গে পালাক্রমে দেখতে যাচ্ছেন। একজনের ভিসার মেয়াদ শেষ হলে আরেকজন গিয়ে উঠছেন সালাহউদ্দিনের কটেজে। স্বজনরা ছাড়াও ঢাকা থেকে বিএনপির অনেক নেতাকর্মীও ঈদের আগে সালাহউদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে জানিয়েছেন তার স্ত্রী।

এই সংক্রান্ত আরো সংবাদ

বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া

সারা দেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার নিহতবিস্তারিত পড়ুন

বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় নেওয়াবিস্তারিত পড়ুন

খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, দেশনেত্রী বেগমবিস্তারিত পড়ুন

  • রায়পুরায়  বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
  • বিএনপির আন্দোলন ভুয়া, তারেক রহমানের নেতৃত্বে আতঙ্কিত: ওবায়দুল কাদের
  • খালেদা জিয়ার ৩ রোগ বড় সংকট : চিকিৎসকরা
  • মুক্তিযুদ্ধের নামে বিএনপি ভাওতাবাজি করে : ওবায়দুল কাদের
  • দেশের মানুষ ঈদ করতে পারেননি
  • বিএনপির জাতীয় নির্বাহী কমিটিতে রদবদল
  • বিএনপির টপ টু বটম দুর্নীতিতে জড়িত: কাদের
  • চার্জ গঠন বাতিল চেয়ে রিট করবেন ড. ইউনূস
  • চার্জ গঠন বাতিল চেয়ে রিট করবেন ড. ইউনূস
  • আদালতে লোহার খাঁচায় থাকা অপমানজনক: ড. ইউনূস
  • বাংলাদেশের জনগণের প্রত্যাশাকে মর্যাদা দেবে ভারতের নতুন সরকার : ফখরুল 
  • ৫৩ বীর মুক্তিযোদ্ধাসহ ১০৬ জনকে সম্মাননা দিল ‘আমরা একাত্তর’