সিনেমায় সুযোগ দেওয়ার নাম করে তরুণীকে ধর্ষণ, গ্রেফতার অভিনেতা..!

রিজেন্ট পার্ক থানায় দায়ের করা একটি অভিযোগে ওই তরুণী দাবি করেছেন, অভিযুক্ত এই তরুণ অভিনেতা তাঁকে বাংলা সিনেমায় অভিনয়ের সুযোগ করে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন।
ছবিতে অভিনয়ের সুযোগ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তরুণী মডেলকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠল টালিগঞ্জের এক অভিনেতা-চিত্রগ্রাহকের বিরুদ্ধে। এই অভিযোগে অনিকেত দাঁ নামে ওই অভিনেতা-চিত্রগ্রাহককে গ্রেফতার করেছে পুলিশ।
রিজেন্ট পার্ক থানায় দায়ের করা একটি অভিযোগে ওই তরুণী দাবি করেছেন, অভিযুক্ত এই তরুণ অভিনেতা তাঁকে বাংলা সিনেমায় অভিনয়ের সুযোগ করে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। এরপরে দু’জনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। সিনেমায় সুযোগ দেওয়ার নাম করে ওই তরুণীর একাধিক আপত্তিকর ছবি তোলে ওই অভিনেতা। তরুণীর অভিযোগ, এর কিছুদিন পরে থেকেই তাঁর আপত্তিকর ছবিগুলি প্রকাশ করে দেওয়ার হুমকি দিয়ে বাড়িতে ডেকে ওই তরুণীকে একাধিকবার ধর্ষণ করে অনিকেত।
শেষ পর্যন্ত শুক্রবার রিজেন্ট পার্ক থানায় ওই অভিনেতা-চিত্রগ্রাহকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই তরুণী। তাঁর অভিযোগের ভিত্তিতেই এদিন সকালে অভিযুক্ত অনিকেত দাঁকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁকে জেরা চলছে। সিনেমা জগতে এই ধরনের অভিযোগ এর আগেও একাধিকবার উঠেছে। সেই তালিকায় নতুন সংযোজন এই তরুণী-মডেলের অভিযোগ।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন