সিপিএল মাতিয়ে দেশে ফিরলেন সাকিব

সাফল্যের সঙ্গে ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ (সিপিএল) টি-২০ টুর্নামেন্ট শেষ করে আজ দেশে ফিরেছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ব্যাট হাতে স্বরুপে আবির্ভূত হতে না পারলেও বল হাতে ঠিকই ভেল্কি দেখিয়েছেন। জ্যামাইকার শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা সাকিব ৪৭ দিন পর আজ সকালে ঢাকায় অবতরণ করেন।
জ্যামাইকা তালাওয়াশকে দ্বিতীয়বার সিপিএলের শিরোপা ঘরে তুলতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন সাকিব। ব্যাট হাতে ১৬০ রানের পাশাপাশি ৬.৯৬ গড়ে ১২ উইকেট শিকার করেন সাকিব।
দলের হয়ে ১৩ ম্যাচে মাঠে নামলেও ১০ ইনিংসে ব্যাট করারই সুযোগ পাননি সাকিব। সর্বোচ্চ অপরাজিত ৫৪ সহ গড়ে ২২.৮৫ রান করেন তিনি। তবে কোয়ালিফাইয়ার ২ এবং ফাইনাল ম্যাচে দলের জয়ে বল হাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন সাকিব। ফলে ম্যাচ সেরার পুরস্কারও জিতে নেন তিনি।
দেশে ফিরে আপাতত কয়েকদিন বিশ্রাম নেয়ার পর ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে আগামী ২০ তারিখ থেকে সাকিব অনুশীলন করবেন বলে জানা গেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন