সিরাজগঞ্জে তিন ট্রাকের সংঘর্ষে নিহত ১
বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার মুলিবাড়ি নামক স্থানে তিনটি ট্রাকের সংঘর্ষে এক চালকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরো তিনজন।
মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত চালকের নাম আব্দুর রহিম (৪০)। তিনি বগুড়া জেলার শেরপুর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। আহতদের পরিচয় জানা যায়নি।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি বৈদ্যুতিক খুঁটিবাহী ট্রাক মুলিবাড়িতে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি কোমল পানীয়বাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পেছন দিক থেকে আসা আরো একটি ট্রাক খুঁটিবাহী ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে তিনিটি ট্রাকই দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই খুঁটিবাহী ট্রাকের চালক রহিম নিহত হয়। অপর ট্রাকগুলোর চালক ও হেলপারসহ তিনজন আহত হন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়ে দেন। দুর্ঘটনার কারণে মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ঘটনাকবলিত ট্রাকগুলাকে সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
প্রকাশ্যে চলছে রমরমা মাদক ও জুয়ার আসর, ওসি বললেন জানা নেই
সিরাজগঞ্জের এনায়েতপুর থানার জালালপুরে প্রকাশ্যে চলছে লাখ লাখ টাকা জুয়াবিস্তারিত পড়ুন
পিস্তল উদ্ধার ! মেডিকেল শিক্ষার্থীকে গুলি করা শিক্ষক আটক।
সিরাজগঞ্জে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের ক্লাসরুমের ভেতরে একবিস্তারিত পড়ুন
ধারণা করা হচ্ছে শ্বাসরোধে হত্যাঃ নিখোঁজ মাদরাসা ছাত্রের মৃতদেহ উদ্ধার !
সিরাজগঞ্জের বেলকুচিতে নিখোঁজের তিনদিন পর আরিফুল ইসলাম (১৩) নামে একবিস্তারিত পড়ুন