সিরিজ জয়, না ড্র?
পরীক্ষা-নিরীক্ষা বেশ হয়েছে। টাইগারদের এবার চোখ সিরিজ জয়ে। সেই লক্ষ্য নিয়েই কাল মাঠে নামবে টাইগাররা। তবে, জিম্বাবুয়ে চায় সিরিজ ড্র করতে। গত ম্যাচে জিতে তারাও বেশ আত্মবিশ্বাসী। তবে, টাইগার দলপতি একে অতিরিক্ত চাপ হিসেবে নিচ্ছেন না।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে আগামীকাল শুক্রবার মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বিকেল তিনটায়।
সিরিজ জয়ের কথা মাথায় রেখে কাল সেভাবেই মাঠে নামবে বাংলাদেশ। দলে দেখা যাবে তামিম ইকবাল, আরাফাত সানিকে। সেই সাথে দেখা যেতে পারে পেসার তাসকিন আহমেদকেও।
এশিয়া কাপ টি-টোয়েন্টি ও টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এই সিরিজকে পরীক্ষা-নিরীক্ষার সিরিজ হিসেবে নিয়েছিল বাংলাদেশ। নতুনদের দেখতে গিয়েই গত বুধবার হেরে বসেছে মাশরাফিরা।
শুক্রবারের ম্যাচ সামনে রেখে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেছেন, আমি মনে করি না যে শেষ ম্যাচে আমাদের উপর অতিরিক্ত চাপ আছে। অতীতে আমরা এর চেয়েও বেশি চাপ নিয়ে খেলেছি। আমাদের পরিকল্পনা নিয়ে খেলতে হবে ও জয়ের দিক চোখ রাখতে হবে।
জিম্বাবুয়ে দলের ম্যালকম ওয়ালার বলেছেন, আমি মনে করি শেষ ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ। কারণ, সিরিজের ফলাফল এখন ২-১। বুধবার আমরা যেটি করেছি আমরা চেষ্টা করব কাল ঠিক তাই করার। আমরা আমাদের সেরা ক্রিকেট খেলব। আশা করি, আমরা সিরিজ ড্র করতে পারব।
এই সংক্রান্ত আরো সংবাদ
খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
রাওয়ালপিণ্ডিতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে ব্যস্ত পাকিস্তানি ফাস্ট বোলার শাহিনবিস্তারিত পড়ুন
বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
সাম্প্রতিক ভয়াবহ বন্যায় দুর্গত মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যেবিস্তারিত পড়ুন
নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমেবিস্তারিত পড়ুন